শিরোনাম
◈ বিএনপির কেউ মার্কিন ভিসানীতির আওতায় পড়ার শঙ্কা নেই: শামা ওবায়েদ ◈ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারীদের ওপর আজ থেকে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ◈ ‘বেশি কিছু চাইনি, সরকারকে পদত্যাগ করে একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছি মাত্র’ ◈ খালেদা জিয়াকে সিসিইউ থেকে ফের কেবিনে স্থানান্তর ◈ মানবিক কারণে খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠানোর দাবি মির্জা ফখরুলের ◈ লোকসভায় বিরোধী দলীয় এমপিকে মোল্লা আতঙ্কবাদী বলে বিজেপি এমপির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ◈ রোহিঙ্গাদের জন্য আরো ১১ কোটি ৬০ লাখ  ডলারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র ◈ রাজধানীতে বৃষ্টিতে জমা পানিতে বিদ্যুতায়িত হয়ে চারজনের মৃত্যু ◈ আন্দোলন কর্মসূচি ৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে বিএনপি ◈ রোডমার্চ বিএনপির নেতাদের দলত্যাগ ঠেকাতে পারবে না: তথ্যমন্ত্রী

প্রকাশিত : ১০ জুন, ২০২৩, ০২:৪১ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৩, ০২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসাইলে উপজেলা বিএনপির সভাপতিসহ ৩ জনকে বহিষ্কার

আরমান কবীর, টাঙ্গাইল: দলের সিদ্ধান্ত অমান্য করে টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ায় উপজেলা বিএনপির সভাপতি এনামুল করিমসহ তিনজনকে বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৯ জুন) দুপুরে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কারের চিঠি নেতাদের কাছে পাঠানো হয়েছে।

বহিষ্কৃত অপর দুই নেতা হলেন- বাসাইল উপজেলা যুবদলের আহ্বায়ক ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. শাহানুর রহমান ভূইয়া এবং পৌর যুবদলের আহ্বায়ক ও ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বাবুল আহমেদ। এ ছাড়া বহিষ্কৃত হওয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল করিম মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘বিএনপি এ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। অথচ দলের একজন সদস্য হয়ে ব্যক্তিস্বার্থ চিন্তা করে এ সিদ্ধান্তকে উপেক্ষা করেছেন। ৫ জুন কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর নির্দিষ্ট সময় অতিবাহিত হলেও নোটিশের জবাব দেননি, যা গুরুতর অসদাচরণ।’

চিঠিতে আরও বলা হয়, ‘১৫ বছর ধরে অগণতান্ত্রিক শাসকগোষ্ঠীর দ্বারা যারা গুম, খুন ও পৈশাচিক নিপীড়নের শিকার হয়েছেন, প্রার্থিতা প্রত্যাহার না করে আপনি তাদের পরিবারসহ দেশের গণতন্ত্রকামী বিপুল জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন। এ ধরনের অবজ্ঞা ও ঔদ্ধত্যের জন্য বিএনপির গঠনতন্ত্রের বিধান অনুযায়ী দলের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে আপনাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। গণতন্ত্র উদ্ধারের ইতিহাসে আপনার নাম একজন বেইমান, বিশ্বাসঘাতক ও মীর জাফর হিসেবে উচ্চারিত হবে।’

এ প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, তারাও বহিষ্কারের বিষয়টি শুনেছেন। এখনো কোনো চিঠি পাননি। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়