শিরোনাম
◈ কোন দেশের রাষ্ট্রদূত দায়িত্বের বাইরে গিয়ে কোন কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ অফ পিক আওয়ারে ১২ মিনিট পর পর ছাড়বে মেট্রোরেল ◈ মহাদেবপুরে ট্রাক অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪ ◈ আওয়ামী লীগ সরকার দেশকে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের করে এনেছে: প্রধানমন্ত্রী ◈ মে মাসে মূল্যস্ফীতি ৯.৯৪ শতাংশ, এক দশকে সর্বোচ্চ ◈ টিপু হত্যা মামলায় যুবলীগ নেতাসহ ৩৩ জনের বিরুদ্ধে চার্জশিট ◈ নায়ক ফারুকের আসনে প্রার্থী হবেন হিরো আলম ◈ ঢাকায় এলেন ভারতীয় সেনাপ্রধান  ◈ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দেশবাসীকে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৭:৪৬ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৩, ১১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফটিকছড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু!

মোস্তফা কামরুল, ফটিকছড়ি (চট্টগ্রাম): চট্টগ্রামের ফটিকছড়িতে সাদিয়া আকতার (১৮) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার ফটিকছড়ি পৌরসভাধীন ৭ নং ওয়ার্ডের জুবলী স্কুল ব্র্যাক ব্যাংক সংলগ্ন শাহ আলম কন্ট্রাকটার বাড়ী এলাকার একটি ভাড়া বাসার জানলার গ্রীলে গলায় ফাঁস লাগানো অবস্থায় নিহতের মরদেহ দেখতে পায় প্রতিবেশিরা।

তবে নিহতের পরিবারের দাবী, সাদিয়াকে হত্যা করে জানালার গ্রীলের সাথে ঝুঁলিয়ে রাখা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ। নিহত সাদিয়ার বাড়ী উপজেলার সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি গ্রামের কেরাছড়িতে।

জানা যায়, এ বছরের ১ জানুয়ারী একই ইউনিয়নের শোভনছড়ি গ্রামের পায়ার তালুকদার বাড়ীর মাইক্রোবাস চালক মো. বেলাল উদ্দীনকে প্রেম করে বিয়ে করেন সাদিয়া। 
পরে তারা ফটিকছড়ি পৌরসভার ওই বাসায় ভাড়ায় থাকতেন। বিয়ের পর থেকে নানা বিষয়ে দু'জনের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। আজ ঘটনার দিনও নিহত সাদিয়ার মা মেয়েকে দেখতে আসেন। বিকেলে তিনি চলে গেলে ঘরে বাজার করা নিয়েও স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির আওয়াজ শুনতে পায় স্থানীয়রা।

সন্ধ্যার দিকে সাদিয়ার লাশ দেখতে পায় প্রতিবেশিরা। ঘটনার সময় স্বামী মো. আলী বাসায় ছিলেন না বলে জানালেও নিহতের ভাই মো. সবুজ তার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবী করেন। 

এ ঘটনা জানিয়ে ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার এস.আই নাজমুল বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ সম্পাদনা: নাহিদ হাসান

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়