শিরোনাম
◈ গভীর জঙ্গলে ৪০ দিন পর ৪ শিশুকে জীবিত পাওয়া গেল ◈ আদানির দুই ইউনিট থেকেই ২৫ জুন বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার সম্ভাবনা ◈ বিএনপির সঙ্গে সংলাপের প্রদীপ এখনো নিভেনি: ওবায়দুল কাদের ◈ ঢাকায় সমাবেশ করার অনুমতি পেল জামায়াত ◈ এবার ‘বৃহত্তর নেপাল’ মানচিত্রে বাংলাদেশ! ◈ ইউক্রেনকে ২০০ কোটি ডলারের অস্ত্র সহায়তা দিতে যাচ্ছে আমেরিকা ◈ সিরাজুূল আলম খানের প্রতি  শ্রদ্ধা নিবেদন বায়তুল মোকাররম দক্ষিণ গেইটে ◈  ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত ◈ বিএনপির সঙ্গে সংলাপ নয়, সংবিধান অনুযায়ী নির্বাচন: তথ্যমন্ত্রী ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়া কোনো নির্বাচন হবে না: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৮:২১ রাত
আপডেট : ২৬ মে, ২০২৩, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে বিএনপির ২০ নেতাকর্মী গ্রেপ্তার

সোহাগ হাসান, সিরাজগঞ্জ: জেলার ৬টি উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ মে) রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিএনপি’র নেতাকর্মীদের বাসা-বাড়ির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস, সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন বিএনপির সভাপতি বাদল মন্ডল গুটু, কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন খান, শহরের ভাঙ্গাবাড়ি মহল্লার যুবদল নেতা মামুন, সলঙ্গা থানা যুবদলের যুগ্ন-আহবায়ক সেলিম এলাহী, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম ওসমান, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আলম ফারুক,
তাড়াশ উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ ফকির, শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন, একই ইউনিয়নের যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়ন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, বিএনপি নেতা রফিকুল ইসলাম, যুবদল নেতা শাফিকুল ইসলাম, বেলকুচি সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব বুলবুল আহমেদ, এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম, থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাকিব আল হাসান শরীফ, ছাত্রদল নেতা কাউসার সরকার ও ওয়ার্ড বিএনপি নেতা আমির সরকারসহ ২০ জন।

জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু অভিযোগ করে বলেন, আগামীকাল ২৬ মে জেলা বিএনপির উদ্যোগে সদরে সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই সমাবেশকে বাধাগ্রস্থ করার জন্য পুরো জেলায় ধরপাকর শুরু করেছে পুলিশ। মামলা বা গ্রেপ্তারী পরোয়ানা নেই এমন নেতাকর্মীদেরও আটক করা হচ্ছে।

বেলকুচি থানার ওসি আসলাম হোসেন জানান, বিএনপির ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের নামে অতীতে নাশকতার মামলা রয়েছে।

সদর থানার পরিদর্শক (ওসি তদন্ত) সুমন চন্দ্র দাস জানান, জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাসসহ বিএনপির ৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে কয়টি করে মামলা রয়েছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার সামিউল ইসলাম জানান, জেলার ৬টি উপজেলায় অভিযান চালিয়ে ২০ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিএনপির সমাবেশকে বাধাগ্রস্থ করার যে অভিযোগ করা হচ্ছে, সেটা সত্যি নয়।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়