শিরোনাম
◈ ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে শক্তিশালী করুন, স্বৈরাচার পতন দিবসে প্রধানমন্ত্রীর আহ্বান ◈ মোহাম্মদ এ আরাফাতের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলা, আহত এক ◈ জাতীয় পার্টির সঙ্গে আলোচনা করে হবে আসন ভাগাভাগি: আমু ◈ ৩৩ ওসির বদলির তালিকা নির্বাচন কমিশনে, ডিএমপিতে রাখার প্রস্তাব ◈ সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত ◈ জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা দুলু ◈ ইসির নিবন্ধন পাচ্ছে আরো ২৯ পর্যবেক্ষক সংস্থা ◈ সৌদি বিনিয়োগ বিষয়ক উপ-মন্ত্রীসহ ৩১ সদস্যের প্রতিনিধি দল ঢাকায় ◈ দলীয় প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করলে ইসির শাস্তি মেনে নেবে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের    ◈ আদালত-বিচারকদের নিরাপত্তা নিশ্চিতে আইজিপি ও ডিএমপি কমিশনারকে চিঠি

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৯:৫৬ সকাল
আপডেট : ২৫ মে, ২০২৩, ০৯:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 ভারতে পাচারকালে ২০টি স্বর্ণসহ নারী আটক

জব্দকৃত স্বর্ণবার

ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার নাস্তিপুরে ভারতে পাচারের সময় ২০টি স্বর্ণের বারসহ শাহানারা খাতুন (৪৮) নামে এক মধ্যবয়সী নারীকে আটক করেছে বিজিবি। ঢাকা পোস্ট

বুধবার (২৪ মে) রাতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান  তথ্য জানিয়েছেন।

আটক শাহানারা চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামের মৃত কাশেমের স্ত্রী।

র‌্যাব জানায়, দর্শনা থানাধীন বারাদী সীমান্ত দিয়ে বাংলাদেশ  থেকে ভারতে স্বর্ণ চোরাচালান হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে বিশেষ দল নাস্তিপুর গ্রামের জোড়া কবরস্থান এলাকায় ওৎ পেতে ছিলেন। এ সময় সন্দেহজনক ভাবে ভারত সীমান্তের দিকে যাওয়া একটি ব্যাটারিচালিত ইজিবাইকের গতিরোধ করে। যাত্রীদের মধ্যে বোরকা পরিহিত নারী শাহানারা খাতুনকে বিজিবির সদস্যরা চ্যালেঞ্জ করলে অস্বীকার করেন তিনি। পরে বিজিবির নারী সদস্যরা তার শরীর তল্লাশি করলে বুকের ভেতর অভিনব কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুটি প্যাকেট হতে ২০টি স্বর্ণের বার (দুই কেজি ৩৪১ গ্রাম) জব্দ করে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান বলেন, জব্দকৃত স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৩৪ লাখ ১২ হাজার টাকা। স্বর্ণের বারগুলো শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচার করা হচ্ছিল। অভিযুক্ত শাহানারা খাতুনের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়েরসহ জব্দকৃত স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

আইএস২

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়