হারুন-অর-রশীদ, ফরিদপুর: রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মুরগি বাজার, চালের বাজার, মাছের বাজার, কাঁচা বাজার ও মাংসের বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৫ মার্চ) সকাল ১১ টা থেকে ১টা পর্যন্ত বোয়ালমারী বাজারের বিভিন্ন দোকানে এ অভিযান চালানো হয়।
এ সময় মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত টাকায় পন্য বিক্রি করাসহ নানা অপরাধে ১৩ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে এ সময় সকল ব্যবসায়ীকে মূল্য তালিকা টানানোর নির্দেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালান বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসাইন।
তিনি বলেন, বাজার মনিটরিং করার সময় মূল্য তালিকা না থাকায় এবং দাম বেশি নেওয়া সহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও বিভিন্ন ধারায় ১৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: ইস্রাফিল ফকির
প্রতিনিধি/আইএফ/এনএইচ
আপনার মতামত লিখুন :