শিরোনাম
◈ আদানির দুই ইউনিট থেকেই ২৫ জুন বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার সম্ভাবনা ◈ বিএনপির সঙ্গে সংলাপের প্রদীপ এখনো নিভেনি: ওবায়দুল কাদের ◈ ঢাকায় সমাবেশ করার অনুমতি পেল জামায়াত ◈ এবার ‘বৃহত্তর নেপাল’ মানচিত্রে বাংলাদেশ! ◈ ইউক্রেনকে ২০০ কোটি ডলারের অস্ত্র সহায়তা দিতে যাচ্ছে আমেরিকা ◈ সিরাজুূল আলম খানের প্রতি  শ্রদ্ধা নিবেদন বায়তুল মোকাররম দক্ষিণ গেইটে ◈  ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত ◈ বিএনপির সঙ্গে সংলাপ নয়, সংবিধান অনুযায়ী নির্বাচন: তথ্যমন্ত্রী ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়া কোনো নির্বাচন হবে না: মির্জা ফখরুল ◈ বৈশ্বিক কারণেই বিভিন্ন সমস্যা চলছে, শিগগিরই সংকট কেটে যাবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ১১:৪০ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ১১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে নিত্যপণ্যের বাজারে অভিযান: ৮ ব্যবসায়ীকে জরিমানা

হারুন-অর-রশীদ: পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলায় নিত্যপণ্যের বাজারে অভিযান চালানো হয়েছে। এসময় বিভিন্ন অভিযোগে ৮ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে সালথা সদর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ূবী । 

একই সময় বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মূল্য তালিকা প্রদর্শন, পাইকারী ও খুঁচরা পর্যায়ে পণ্যের অস্বাভাবিক দর বৃদ্ধি বিদ্যমান কি-না ও লাইসেন্স অনুমোদিত পরিমাণ অপেক্ষা অধিক চালের মজুদ করা হচ্ছে কিনা তা তদারকি করা হয়।

অভিযানে উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়সহ সালথা থানা পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করেন।

এ সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অসংগতির কারণে মুদি দোকানদার দুলাল মীর, ফজল আলী, মাংস ব্যবসায়ী কুদ্দুস মোল্লা, সাগর ইসলাম, বিল্লাল, লুৎফর, ইরানসহ মোট ৮ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রত্যেককে ১হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সালাহউদ্দিন আইয়ূবী বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং করা হয়েছে। বিভিন্ন অপরাধে ৮ জন ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয় ও তাৎক্ষণিক আদায় করা হয়।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়