শিরোনাম
◈ রাশিয়ার বন্ধু ও নিরপেক্ষ তালিকায় বাংলাদেশ ◈ ভিসানীতিতে সরকার বা আওয়ামী লীগ নয়, বিএনপিই চাপে: তথ্যমন্ত্রী ◈ ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৮৬৫  ◈ যারা নির্বাচনকে বাধা ও প্রশ্নবিদ্ধ করবে ভিসানীতিতে ক্ষতিটা তাদেরই: ওবায়দুল কাদের  ◈ ভিসানীতি সরকারের ১৫ বছরের অপকর্মের ফসল: মির্জা ফখরুল  ◈ বিএনপি আসলেই নির্বাচন চায় কি না, প্রশ্ন প্রধানমন্ত্রীর ◈ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন লাগবে: আইনমন্ত্রী ◈ উই আর ভেরি হ্যাপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ নিষেধাজ্ঞা পাওয়ার ব্যক্তিদের নাম প্রকাশ করবে না যুক্তরাষ্ট্র: ডোনাল্ড লু ◈ মানবিক কারণে খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠানোর দাবি মির্জা ফখরুলের

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ১২:৪০ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ১২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় দেবরের দেওয়া আগুনে ভাবির মৃত্যু

তৌহিদুর রহমান নিটল: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গায়ে পেট্রল ঢেলে দেবরের দেওয়া আগুনে ঝলসে আহত ভাবি লতিফা বেগম (৪২) মারা গেছেন।

বুধবার (২২ মার্চ) দুপুরে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে গত রোববার (১৯ মার্চ) উপজেলার রসুল্লাহবাদ ইউনিয়নের উত্তর দাররা গ্রামে দেবর জালাল উদ্দিন পেছন থেকে তাঁর ভাবি লতিফা বেগমের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। দেবরের দেওয়া সেই আগুনে ঝলসে ভাবি লতিফা বেগম গুরুতর আহত হন। তিনি ওই এলাকার মো. জাকারিয়ার স্ত্রী।

লতিফা বেগমের স্বামী মো. জাকারিয়া বলেন, কয়েকদিন আগে আমার ছোট ভাই জালাল মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল। এ নিয়ে ক্ষুব্ধ ছিল সে। ঘটনার দিন দুপুরে আমি বাড়িতে ছিলাম না। লতিফা রান্না ঘরে পিঠা তৈরি করছিল। এই সুযোগে সে পেছন থেকে লতিফার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার সারা শরীর ঝলসে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে আজ সে মারা গেছে।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)  সাইফুদ্দিন আনোয়ার বলেন, মৃত্যুর বিষয়টি আমাদের তার পরিবারের সদস্যরা জানিয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা রজু হয়েছে। আসামী জালালকে গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত আছে। 

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়