শিরোনাম
◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ১১:০৭ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ১১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে চার টন জাটকা জব্দ, ৯ জনকে জরিমানা

জহিরুল ইসলাম শিবলু,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে ট্রাকভর্তি ৪ টন জাটকা ইলিশ পাচারকালে ৯ জনকে আটক করেছে কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৯ জনকে ৫ হাজার টাকা করে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শান্তুনু চৌধুরী। পরে জব্দকৃত মাছগুলো এতিমখানা ও স্থানীয় লোকজনের মধ্যে বিতরণ করা হয়।  

এর আগে শনিবার ভোররাতে উপজেলার চৌধুরী বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ভোলা জেলার মনপুরা এলাকার মোহাম্মদ জাফর, মনির হোসেন, শরীফ ডালি, মাকসুদ, নেচার, সেলিম, নূরনবী, জামিল ও ফাইজুল।  

রামগতির কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার (পেটি অফিসার) এম এ মুজতবা জানান, নিষেধাজ্ঞার অমান্য করে শনিবার ভোরে ট্রাকভর্তি জাটকা ইলিশ রামগতি হয়ে ঢাকায় পাচারকালে উপজেলার চৌধুরী বাজার থেকে ৯ জনকে আটক করা হয়। পরে মাছ এবং আটকদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।  

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শান্তুনু চৌধুরী বলেন, আটককৃত ৯ জনের প্রত্যককে ৫ হাজার টাকা করে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। মাছ পরিবহনে ব্যবহৃত ট্রাকটি (বগুড়া-ট-১১-২২০৫) জব্দ করা হয়েছে এবং মাছগুলো স্থানীয় এতিমখানায় এবং লোকজনকে বিতরণ করা হয়।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়