শিরোনাম
◈ ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ বন্ধের আহ্বান জানালেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ◈ আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাইকে হারিয়ে গুজরাটের জয় ◈ পাকিস্তানে যাকাত নিতে এসে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু ◈ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক মাতালেন অরিজিৎ সিং ◈ মহান স্বাধীনতাকে হেয় করে প্রথম আলোর প্রকাশিত প্রতিবেদনের নিন্দা ◈ শনিবার আওয়ামী লীগের যৌথ সভা  ◈ আইনের শাসন না থাকায় কারো জীবনের নিরাপত্তা নেই: মির্জা ফখরুল ◈ বিএনপির ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলা ◈ সরকার নির্ধারিত দামেই নিত্যপণ্য বিক্রি হচ্ছে বলে দাবি বাণিজ্যমন্ত্রীর ◈ কিছু পত্রিকা উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেগেটিভ রিপোর্ট করে: তথ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ১১:০৭ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ১১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে চার টন জাটকা জব্দ, ৯ জনকে জরিমানা

জহিরুল ইসলাম শিবলু,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে ট্রাকভর্তি ৪ টন জাটকা ইলিশ পাচারকালে ৯ জনকে আটক করেছে কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৯ জনকে ৫ হাজার টাকা করে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শান্তুনু চৌধুরী। পরে জব্দকৃত মাছগুলো এতিমখানা ও স্থানীয় লোকজনের মধ্যে বিতরণ করা হয়।  

এর আগে শনিবার ভোররাতে উপজেলার চৌধুরী বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ভোলা জেলার মনপুরা এলাকার মোহাম্মদ জাফর, মনির হোসেন, শরীফ ডালি, মাকসুদ, নেচার, সেলিম, নূরনবী, জামিল ও ফাইজুল।  

রামগতির কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার (পেটি অফিসার) এম এ মুজতবা জানান, নিষেধাজ্ঞার অমান্য করে শনিবার ভোরে ট্রাকভর্তি জাটকা ইলিশ রামগতি হয়ে ঢাকায় পাচারকালে উপজেলার চৌধুরী বাজার থেকে ৯ জনকে আটক করা হয়। পরে মাছ এবং আটকদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।  

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শান্তুনু চৌধুরী বলেন, আটককৃত ৯ জনের প্রত্যককে ৫ হাজার টাকা করে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। মাছ পরিবহনে ব্যবহৃত ট্রাকটি (বগুড়া-ট-১১-২২০৫) জব্দ করা হয়েছে এবং মাছগুলো স্থানীয় এতিমখানায় এবং লোকজনকে বিতরণ করা হয়।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়