শিরোনাম
◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ০১:১৮ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ০১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুন্সীগঞ্জের শ্রীনগরে গম চাষে উৎসাহ বাড়ছে

গম

মো. অমিত খাঁন, শ্রীনগর (মুন্সীগঞ্জ): শ্রীনগরে উচ্চ ফলনশীল গম চাষে স্থানীয়দের আগ্রহ বাড়ছে। এ অঞ্চলে এক সময় ব্যাপক গমের চাষাবাদ হলেও কালের বিবর্তনে কমতে শুরু করেছিল। তবে উচ্চ ফলনশীল গম চাষে উৎসাহ বাড়াতে সংশ্লিষ্ট কৃষি অফিস স্থানীয় কৃষকদের পরামর্শ দিচ্ছে। এতে উপজেলার বিভিন্ন স্থানে কিছু কিছু জমিতে গমের আবাদ করতে দেখা যাচ্ছে। এছাড়া উপজেলার ভাগ্যকুলের পদ্মা নদীর তীরবর্তী এলাকার পদ্মার চরেও অনেকে গমের চাষ করছেন।

সরেজমিন ঘুরে জানা যায়, উপজেলার পূর্ব অঞ্চলের বীরতারা, কুকুটিয়া, আটপাড়া ও তন্তর ইউনিয়নের বিভিন্ন জমিতে আলু চাষের পাশাপাশি এক সময় ব্যাপক গম চাষ হতো। কালের বিবর্তনে বিভিন্ন সমস্যার সম্মুখীন এ ক্ষেতি থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেন স্থানীয়রা। প্রায় দুই বছরের ব্যবধানে খোলা বাজারে গম, আটার মূল্যবৃদ্ধি হয়েছে দ্বিগুন। গমের দাম বাড়ায় এ চাষে স্থানীয়দের মাঝে আস্থা ফিরে আসতে শুরু করেছে। 

জানা যায়, পাইকারী বাজারে প্রতি কেজি গম কেনাবেচা হচ্ছে কমপক্ষে ৩৫ টাকা করে (১৪শ’ টাকা মণ)। খোলা বাজারে গমের আটার কেজি (প্যাকেট) বিক্রি করা হচ্ছে ৬৮-৭০ টাকা। এতে তৃণমূলে উৎপাদিত দানাদার গমের কদর বাড়ে। আত্মবিশ্বাস ফিরে আসায় গম চাষে উৎসাহ বাড়ছে। 

স্থানীয়রা জানায়, কিছু কিছু জমিতে এখন গমের চাষ করছেন। উচ্চ ফলনশীল গমের ফলনও ভালো হচ্ছে। 

বীরতারা বাজার এলাকার মো. বিল্লাল শেখ জানান, প্রায় দেড় যুগ পর এবার নিজের ১০৫ শতাংশ জমিতে নিজ অর্থায়নে গমের চাষ করেছেন। ফসলের বাম্পার ফলন হয়েছে। আগামী সপ্তাহে জমিতে গম কাটা শুরু করবেন তিনি। 

উপজেলা কৃষি অফিসার শান্তনা রানী জানান, উপজেলায় উচ্চ ফলনশীল গম চাষে উৎসাহ বাড়াতে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রায় ৩০ জনকে বীজগম ও সার দেওয়া হয়েছে। স্থানীয় কৃষকদের গম চাষের জন্য পরামর্শ দেওয়ার পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়