শিরোনাম
◈ ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ বন্ধের আহ্বান জানালেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ◈ আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাইকে হারিয়ে গুজরাটের জয় ◈ পাকিস্তানে যাকাত নিতে এসে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু ◈ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক মাতালেন অরিজিৎ সিং ◈ মহান স্বাধীনতাকে হেয় করে প্রথম আলোর প্রকাশিত প্রতিবেদনের নিন্দা ◈ শনিবার আওয়ামী লীগের যৌথ সভা  ◈ আইনের শাসন না থাকায় কারো জীবনের নিরাপত্তা নেই: মির্জা ফখরুল ◈ বিএনপির ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলা ◈ সরকার নির্ধারিত দামেই নিত্যপণ্য বিক্রি হচ্ছে বলে দাবি বাণিজ্যমন্ত্রীর ◈ কিছু পত্রিকা উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেগেটিভ রিপোর্ট করে: তথ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ১২:৪৫ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে বারপাড়া ইউপি নির্বাচনে জামানত হারালেন নৌকার প্রার্থী

মনির হোসেন তালুকদার

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা): সদ্য অনুষ্ঠিত দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামানত হারালেন নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মনির হোসেন তালুকদার। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৪৫৫। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর এমন ভরাডুবিতে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া বইছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলে এই ইউনিয়ন পরিষদের। 

এলাকাবাসি মনে করেন, মনির হোসেন তালুকদার বিগত পাঁচ বছর কোনো উন্নয়ন করেনি। রাস্তা ঘাটের বেহাল দশা। খানাখন্দে ভরপুর রাস্তা, ছিলেন এলাকা থেকে জনবিচ্ছিন্ন। জনগণ কোনো কাজেকর্মে তাকে কখনও পাশে পায়নি। তাই সুযোগ পেয়ে জনগণ ভোটের মাধ্যমে উত্তম জবাব দিয়েছে।

এ নিয়ে ঐ এলাকার তৃণমূলের নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ দেখা গেছে। এদের কেউ কেউ মনে করেন টাকার বিনিময়ে জনবিচ্ছিন্ন লোককে নৌকা প্রতীকে মনোনয়ন দিলে তো এমন হবেই।

যোগ্য ও জনপ্রিয়তা আছে এমন প্রার্থীকে মনোনয়ন দিলে হয়তো ফলাফল পজেটিভ হতো বলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন শিকদারের সঙ্গে মুঠোফোনে কথা বলতে চাইলে তিনি ব্যস্ত আছেন বলে জানায়।

নৌকার প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস (স্বতন্ত্র) প্রতীকের প্রার্থী মাজহারুল ইসলাম মানিক সওদাগর। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৫৮৮৫। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়