শিরোনাম
◈ ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ বন্ধের আহ্বান জানালেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ◈ আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাইকে হারিয়ে গুজরাটের জয় ◈ পাকিস্তানে যাকাত নিতে এসে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু ◈ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক মাতালেন অরিজিৎ সিং ◈ মহান স্বাধীনতাকে হেয় করে প্রথম আলোর প্রকাশিত প্রতিবেদনের নিন্দা ◈ শনিবার আওয়ামী লীগের যৌথ সভা  ◈ আইনের শাসন না থাকায় কারো জীবনের নিরাপত্তা নেই: মির্জা ফখরুল ◈ বিএনপির ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলা ◈ সরকার নির্ধারিত দামেই নিত্যপণ্য বিক্রি হচ্ছে বলে দাবি বাণিজ্যমন্ত্রীর ◈ কিছু পত্রিকা উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেগেটিভ রিপোর্ট করে: তথ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ১২:০৯ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে রিয়াজুল জান্নাহ হিফয ক্যাডেট মাদরাসার ভিত্তি প্রস্তর উদ্বোধন

ভিত্তি প্রস্তর উদ্বোধন

এমএ আর মশিউর, যশোর: যশোরে রিয়াজুল জান্নাহ হিফয ক্যাডেট মাদরাসার ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকাল ৯টার সময় মাদাসার নিজস্ব জায়গা হামিদপুর নুড়িতলায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো. আজমল হোসাইন। 

রিয়াজুল জান্নাহ হিফয ক্যাডেট মাদরাসার চেয়ারম্যান আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানের পরিচালক খলিলুর রহমান, বাবলু রহমান বিএম মনিরুজামান, শওকত আলী ও হাফেজ অব্দুল্লাহ আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন- নুরুল ইসলাম, মিলন বিশ্বাস, আলি আহম্মেদ বাবু, নোমান হোসেন, হোদায়েত হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন রিয়াজুল জান্নাহ হিফয ক্যাডেট মাদাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুশফিকুর রহমান। 

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রিয়াজুল জান্নাহ হিফয ক্যাডেট মাদরাসারটি যশোরের মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হবে। প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক কুরআনের হাফেজ হবে। এটি কোন গতানুগতিক কোন হিযফখানা হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি হাফেজ মাওলানা মো. আজমল হোসাইন। 

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়