শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৮:২৭ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৮:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি হলেন শ্যামনগর থানার নুরুল ইসলাম বাদল  

শ্রেষ্ঠ ওসি হলেন শ্যামনগর থানার নুরুল ইসলাম বাদল  

সোহরাব হোসেন: সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার মোহাম্মাদ নুরুল ইসলাম বাদল শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন। 

বুধবার দুপুর ১২ টায় সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা জেলার সকল থানার জানুয়ারি মাসের কর্মতৎপরতা বিচার বিশ্লেষণ করে এ ঘোষণা দেওয়া হয়। 

জানা যায়, গত জানুয়ারি মাসে তার উদ্যোগে বিভিন্ন মামলার সাজা প্রাপ্ত আসামি, জঙ্গিদমন, নাশকতা, মাদকদ্রব্য, চোরাচালানী ও আইন- শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় সাতক্ষীরার শ্যামনগর থানার ওসি মোহাম্মদ নূরুল ইসলাম বাদলকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়। উল্লেখ্য, এ মাসে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য আটক করা হয়। পরে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধও অপারেশন) মোঃআতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম কালীগঞ্জ সার্কেল, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ সাজ্জাদ হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব মোঃ আসাদুজ্জামান,মোঃ বাবলুর রহমান খান ওসি ডিবি,জাহিদ বিন আলম ওসি ডিএসবি,সাতক্ষীরা জেলার সকল থানার ওসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়