শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৫৯ বিকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৯:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহনগঞ্জে বিএনপির ৭ নেতাকর্মী গ্রেপ্তার

নেত্রকোণার মোহনগঞ্জ

রিংকু কুমার, মোহনগঞ্জ (নেত্রকোণা): নেত্রকোণার মোহনগঞ্জে বৃহস্পতিবার রাতে পৌর শহরের বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে ৭ নেতাকে গ্রেপ্তার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ। পরে ওই রাতেই তাদেরকে নেত্রকোণা প্রেরণ করা হয়েছে। 

এ ঘটনায় ২শ ৫৩ বিএনপি নেতাকর্মীকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্ণায়েন, সদস্য সচিব টিপু সুলতান, উপজেলা যুবদল আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, সদস্য সচিব জীবন তালুকদার, ১নং

বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান জয় ও ৩নং তেতুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সদস্য আবদুল খালেক। এসময় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে ৫টি ককটেল, লাঠি ও ইটের খোয়া উদ্ধার করা হয়। 

এ বিষয়ে মোহনগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম বলেন, অহেতুক হয়রানির উদ্দেশ্যেই ওই বানোয়াট মিথ্যা মামলা করা হয়েছে। তিনি গ্রেপ্তারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

মোহনগঞ্জ থানার ওসি (তদন্ত) শফিকুজ্জামান বলেন, এ ঘটনায় ১শ ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১শ৫০ জনকে আসামি করে এসআই তাজুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করে তাদেরকে নেত্রকোণা পাঠানো হয়েছে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়