শিরোনাম
◈ কালরাত স্মরণে এক মিনিটের ‘ব্ল্যাক আউটে’ বাংলাদেশ ◈ নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু ও তাঁর মাকে নিয়ে কটূক্তি করায় বিএনপি নেতা আটক ◈ যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে টর্নেডোর আঘাতে ২৩ জনের মৃত্যু ◈ আওয়ামী লীগকে এবার ইফতার পার্টি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর ◈ বাংলার সমৃদ্ধি ক্ষতিপূরণ পেল ২৩৭ কোটি টাকা ◈ আওয়ামী লীগের নেতৃত্বের ব্যর্থতায় ২৫ মার্চের গণহত্যা হয়েছিল: মির্জা ফখরুল ◈ দুবাইয়ে আরাভ খান আটক হওয়ার তথ্য জানা নেই: আইজিপি ◈ নারী অধিকার কর্মীদের প্রতি ‘কোমল’ মনোভাব দেখানোর জন্যে ১০ বিচারপতিকে মৃত্যুদণ্ড সৌদি সরকারের ◈ ছুটির দিনে আজ যে কারণে ব্যাংক খোলা ◈ একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ দাবি

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:০৬ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট বিভাগের শ্রেষ্ঠ জয়িতা হলেন কমলগঞ্জের শাহেনা আক্তার

স্বপন দেব: নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় সিলেট বিভাগের শ্রেষ্ঠ জয়িতা সম্মানে ভূষিত হয়েছেন জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের শাহেনা আক্তার। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকালে সিলেট বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেট ও সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের যৌথ আয়োজনে সিলেট বিভাগের শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। 

অনুষ্ঠানে সিলেট বিভাগের চার জেলা থেকে জেলা পর্যায়ে নির্বাচিত ৩০ জন জয়িতা থেকে ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার প্রদান করা হয়। তারা হলেন, সুনামগঞ্জের সৈয়দা ফারহানা ইমা, মৌলভীবাজারের শাহেনা আক্তার, মার্গ্রেট সুমের, সিলেটের সালেহা বেগম ও খুশি চৌধুরী। 

সিলেটের বিভাগীয় কমিশনার, অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোল, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাবিলা নাজবিন রিনা, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ নিশারুল আরিফ, সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য, বেগম রোকেয়া ও বঙ্গমাতা পদকপ্রাপ্ত সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট মহানগর আওয়ামীলীগে সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। 

প্রতিনিধি/এসএ

ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক শাহিনা আক্তার। বিশিষ্ট আবৃত্তি শিল্পী নাজমা পারভীন ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের এপিসি প্রকল্পের চাইল্ড রাইটস্ ফ্যাসিলিটেটর প্রিয়াংকা দাস রায় এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা, উত্তরীয়, ক্রেস্ট, নগদ অর্থ ও সনদ প্রদান করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে জয়িতা অন্বেষণে বাংলাদেশ-২০২১ এ ‘জয়িতা বাংলার নারী’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।  

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়