আব্দুল্লাহ আল আমীন: উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ( ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাইকার অর্থায়নে বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ চত্বরে ৫ টি প্রাথমিক বিদ্যালয় ও ১০ টি ইবতেদায়ী মাদরাসায় ১৯ লাখ টাকায় ৩০ জোড়া (হাই ও লো) বেঞ্চ বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন , উপজেলা সিনিয়র ফিসারীজ অফিসার মো. রাশেদুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরা পারভিন,সহ অনেকেই অংশ নেন। এছাড়াও প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক - প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :