শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৩, ০৬:৩৫ বিকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রায়গঞ্জে সরকারি রাস্তা কেটে ড্রেন নির্মাণ!

রায়গঞ্জে সরকারি রাস্তা কেটে ড্রেন নির্মাণ

মামুন, রায়গঞ্জ (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের রায়গঞ্জে সেচের ভুয়া লাইসেন্স বাতিল, সরকারি রাস্তা কেটে ড্রেন নির্মাণ। প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে পথচারীরা।

জানা যায়, উপজেলার চান্দাইকোনা ইউপির সরাইদহ গ্রামে সুরেশের পুত্র সজল কুমার সরকারি নীতিমালা লংঘন করে তদন্ত কর্মকর্তাকে ভুল বুঝিয়ে তার নামে একটি অবৈধ এস.টি ডাব্লিউ সেচ লাইসেন্স নেয়। আর এই অবৈধ সেচ  লাইসেন্স দেখিয়ে পল্লী বিদ্যুৎ হতে সেচ সংযোগ লাগায়। বিষয়টি আশপাশের ৩ জন বৈধ সেচ মালিক সেচ কমিটি বরাবর পৃথক পৃথক ২ টি লিখিত অভিযোগ দাখিল করে। 

অভিযোগ ২ টি পূর্ণ তদন্ত করে সেচ কমিটির পর্যালোচনায় সজলের লাইসেন্সটি বাতিল করা হয়। কিন্তু এই অবৈধ সেচ সংযোগ নিয়েই সজল সহ তার দলবল বৈধ সেচ মালিকদের বিভিন্ন ধরনের ভয়ভীত সহ প্রাননাশের হুমকি দিয়ে আসছে। একপর্যায়ে বৃহস্পতিবার রাতের আঁধারে সজলের দলবল বেকু মেশিন দিয়ে সরাইদহ গ্রামের সরকারি রাস্তা কেটে ড্রেন নির্মাণের কাজ শুরু করে। এ সময় স্থানীয় জনতা থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে সরকারি রাস্তায় ড্রেন খননের কাজ বন্ধ করে দেয়।

এ বিষয়ে রায়গঞ্জ থানার এস আই আব্দুর রহমানের নিকট জানান, রাত সাড়ে বারোটায় রাস্তার মধ্যে ড্রেন নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়। স্থানীয়রা বলেন রাতের আঁধারে রাস্তা কেটে ড্রেনের মাটি এলোমেলো করে ফেলার কারনে রাস্তায় চলাচলে চরম-দূর্ভোগ সৃষ্টি হয়েছে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়