শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৬:০৬ বিকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৬:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেন্টমার্টিনে সাড়ে ১০ হাজার ইয়াবাসহ আটক-২ 

ইয়াবা

ফরহাদ আমিন, টেকনাফ: প্রবালদ্বীপ সেন্টমার্টিনে অভিযান চালিয়ে সাড়ে ১০ হাজার ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। মঙ্গলবার (২৪) জানুয়ারি বিকেলে সেন্টমার্টিন জেটি ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউপি পশ্চিম পাঙ্খালী এলাকার তোফাজ্জল আহমেদের ছেলে মোঃ ইউসুফ (২০) ও হোয়াইক্যং ইউপি পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃতঃ আবুল হোসেনের ছেলে মোঃ সিরাজুল মোস্তফা (২৬)।

বুধবার এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান।

তিনি জানান, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন হতে কক্সবাজারে পর্যটকবাহী জাহাজ যোগে যাত্রী বেশে ইয়াবা পাচার হবে। এমন তথ্যে বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সেন্টমার্টিন জেটি ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

তল্লাশি চলাকালীন দুইজন ব্যক্তির সাথে থাকা ব্যাগ তল্লাশী করতে চাইলে তারা অপারগতা প্রকাশ করে। পরে সন্দেহের মাত্রা আরো বেড়ে গেলে তাদের সাথে থাকা কালো রংয়ের একটি ব্যাগ তল্লাশী করে১০হাজার ৫০০পিস ইয়াবাসহ দুইজনকে আটক করতে সক্ষম হয়।

ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দুইজনই দীর্ঘদিন যাবত ইয়াবা পাচারের সাথে জড়িত। তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটটকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়