শিরোনাম
◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২২, ০৭:৪৩ বিকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২২, ০৭:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত

শেরপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত

তপু সরকার, শেরপুর: যার মনের মধ্য আছে সাম্প্রদায়িকতা সে হলো বন্য জীবের সমতুল্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই উক্তি ও ধর্ম যার যার রাষ্ট্র সবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উক্তিকে সামনে রেখে শেরপুর জেলার বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সমন্বয়ে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি এবং সম্মানিত অতিথি শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি।

শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ,জেড,মোরশেদ আলী, জেলা সিভিল সার্জন অনুপম ভট্টাচার্য, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এএসএম নূরুল ইসলাম হিরো, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডের সাবেক কমান্ডার ও জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ মোখলেসুর রহমান আকন্দসহ শেরপুরের সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাকর্মচারী ও মুসলিম, হিন্ধু, খ্রিষ্টান, বৌদ্ধ ধর্মীয় ঐক্য পরিষদের সদস্যবৃন্দরা।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়