ডেমরা (ঢাকা) প্রতিনিধি : রাজধানীর ডেমরায় পুলিশের চেকপোষ্টে জাল টাকাসহ মো. শাহিন খন্দকার (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫০০ টাকা মূল্য মানের ২০০ টি জাল নোট উদ্ধার করা হয়।
বুধবার বেলা ১১ টায় তাকে আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার সন্ধায় ডেমরার চৌরাস্তা থেকে তাকে হানেনাতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে মঙ্গলবার রাতেই গ্রেফতার শাহিনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। সে ময়মনসিংহ নান্দাইল থানার চপই গ্রামের মৃত শামসুল আরেফিনের ছেলে। বর্তমানে সে পূর্ব রামপুরা থানা এলাকার বাসিন্দা।
ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, সুলতানা কামাল ব্রিজের পশ্চিম পাশে চেকপোস্টে রূপগঞ্জের তারাবো থেকে আসা সিএনজিতে থাকা যাত্রী শাহীন কৌশলে পালানোর চেষ্টা করে। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে এক লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
প্রতিনিধি/জেএ
আপনার মতামত লিখুন :