শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০৬:৩০ বিকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ০৬:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে বিরল প্রজাতির তক্ষকসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তার ২

সোহাগ হাসান, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ডিবি ও বন বিভাগের যৌথ অভিযানে বিরল প্রজাতির তক্ষকসহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক জুলহাজ হোসেন জানান, একটি পাচারকারী দল খাগড়াছড়ি জেলার মানিকছড়ি পাহাড় থেকে দুইটি বিরল প্রজাতির তক্ষক নিয়ে গাইবান্ধার দিকে নিয়ে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের গোলচক্কর এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরাগ সাহার নেতৃত্বে ডিবির এস আই মেহেদী হাসান ও বন বিভাগের সহযোগিতায় বি.এম ট্রাভেলস বাসে অভিযান চালিয়ে দুইটি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করা হয়। এ সময় দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার এতা লং পাড়ার আব্দুল মান্নানের ছেলে মোঃ লোকমান হোসেন (২৭) এবং গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার তরব মহাদি এলাকার মৃত মফিজাল আকন্দের ছেলে মোঃ ছাদেকুল আকন্দ (৪৫)।

পরে গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত আসামীদ্বয়কে ছয় মাসের কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা প্রদান করে এবং সংশ্লিষ্ট বিভাগকে উদ্ধারকৃত তক্ষকগুলোকে বনে অবমুক্ত করার নির্দেশনা প্রদান করেন।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়