শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২২, ০৬:০৭ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২, ০৬:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘বীর মুক্তিযোদ্ধা সমাবেশ’

এস এম সাব্বির : মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের বীর যোদ্ধাদের ইতিহাসকে আগামী প্রজন্মের কাছে গর্বের করতে ইতিহাস পরিচর্চা করার লক্ষ্যে ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কল্যান সমিতি, ঢাকা জেলা ইউনিট কমান্ড ও মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে ‘বীর মুক্তিযোদ্ধা সমাবেশ’ নামে মুক্তিযোদ্ধা সম্মাননা, সংবর্ধনা ও শিশু-কিশোর মিলনমেলার আয়োজন করা হয়েছে।  

আগামী ১লা ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশের অনুষ্ঠিত হবে। 

সোমবার  এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচীর ঘোষণা দেন ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কল্যান সমিতির সভাপতি যুদ্ধাহত  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন মোল্লা। সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, ঢাকা জেলা ইউনিট কমান্ডের কমান্ডার আলহাজ্ব আবু সাঈদ, আনোয়ার হোসেন পাহাড়ী, বীর প্রতীক প্রমূখ।

সংবাদ সম্মেলনে আমির হোসেন মোল্লা বলেন, ৭ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) সারাদেশের মুক্তিকামী জনতা একত্রিত হয়ে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দেন । সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আগামী প্রজন্ম যেন মনে রাখে। নতুন প্রজন্ম যেন দেশের সঠিক ইতিহাস ও ঘটনাগুলো মনে রাখে সেজন্যই আমরা এই উদ্যোগটি গ্রহণ করি। 

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের সর্বাধিক সম্মানিত করেছেন। শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে নিয়ে গেছেন। এসব সার্বিক বিষয় গুলো নতুন প্রজন্মকে জানানোই হবে এই সমাবেশের  মূল উদ্দেশ্য।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক এমপি, উদ্বোধন করবেন  স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা  আসাদুজ্জামান খান কামাল এমপি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাজান খান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রমসহ সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনরা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ব্যবস্থাপনা ও পরিচালনা করবে কাদামাটি এন্টারটেইনমেন্ট লিমিটেড।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়