শিরোনাম
◈ সরকারের বেআইনি আদেশ পালনে র‌্যাব হত্যাযজ্ঞ ঘটিয়ে চলেছে: মির্জা ফখরুল ◈ দেড়মাস পরে করোনায় মৃত্যু ১, শনাক্ত ৬  ◈ যুদ্ধাপরাধীদের রাজনীতিতে পুনর্বাসিত করেছে স্বৈরশাসক জিয়াউর রহমান: ওবায়দুল কাদের  ◈ স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি  ◈ নির্বাচনে সাংবাদিক-পর্যবেক্ষকদের বাধা দিলে ৭ বছরের জেল ◈ এক পরিবার থেকে ব্যাংকের পরিচালক হতে পারবেন না ৩ জনের বেশি ◈ কোনো র‌্যাব সদস্যের অবহেলা পেলে ব্যবস্থা নেওয়া হবে: মুখপাত্র ◈ বিএনপিকে আমন্ত্রণ জানানোতে সরকারের সংশ্লিষ্টতা নেই: সিইসি  ◈ নওগাঁয় র‌্যাবের হেফাজতে মৃত্যু: ময়নাতদন্তের প্রতিবেদন হাইকোর্টে ◈ সৌদিতে ওমরাহযাত্রীবাহী বাস দুর্ঘটনা, নিহত ২০

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০৫:২৭ বিকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ০৫:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আড়াইহাজারে মশাল মিছিল থেকে ছাত্রদল নেতা আটক

আটক ছাত্রদল নেতা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে রতন নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আজ রোববার তাকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে আড়াইহাজার-মদপনপুর সড়কের স্থানীয় লেঙ্গুরদী এলাকা থেকে তাকে আটক করা হয়। 

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের হোসেন জিকুর নেতৃত্বে সংঠনের বেশ কিছু নেতাকর্মী মশাল হাতে নিয়ে মিছিল বের করেন। খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে। তবে অন্যরা পুলিশের উপস্থিতি টেঁর পেয়ে পালিয়ে যায়।

আড়াইহাজার থানার পুলিশের দাবি ঘটনাস্থল থেকে ৬২টি মশাল উদ্ধার করা হয়েছে। এছাড়াও ঘটনাস্থলের আশপাশের এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে বলে পুলিশ দাবি করে। আটক ছাত্র নেতা স্থানীয় কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর এলাকার মতিনের ছেলে একই সাথে তিনি ঢাকার বোরহানউদ্দিন কলেজের মাস্টার্সের শিক্ষার্থী বলে জানা গেছে। 

উপজেলা ছাত্রদলের এক নেতা জানান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসাবে আড়াইহাজার উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা মশাল মিছিলটি করেন। নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবায়ের হোসেন জিকু।

এ ঘটনায় আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা স্থানীয় লেঙ্গুরদী এলাকায় সন্ধ্যার দিকে একটি মশাল মিছিল বের করেন। এ সময় তারা ককটেলের বিস্ফোরণও ঘটিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়