শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২২, ০১:৪৫ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২২, ০১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে চীনা কোম্পানির বিনিয়োগের আগ্রহ প্রকাশ

দাউদকান্দিতে চীনা কোম্পানির বিনিয়োগের আগ্রহ প্রকাশ

হোসাইন মোহাম্মদ : দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীর আহ্বানে দাউদকান্দিতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন চীনা কোম্পানি।

বুধবার বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে দাউদকান্দি উপজেলায় ইলেক্ট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি স্থাপনের লক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলীকে সাথে নিয়ে চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কর্নধার মি. জিয়াং তোনের নেতৃত্ব্যে একটি প্রতিনিধি দল ফ্যাক্টরি স্থাপনের লক্ষ্যে জমি পরিদর্শন করে। 

জমি পরিদর্শন শেষে চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কর্নধার মি.জিয়াং তোন সাংবাদিকদের বলেন,আমরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, এখানে ব্যবসার অনেক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ-চীন দুই দেশ সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে সম্পর্ক ও বন্ধুত্ব দিনে দিনে আরো গভীর হচ্ছে। 

আগামী দিনে এ সম্পর্ক আরো গভীর হবে বলে প্রত্যাশা করেন তিনি।মি. জিয়াং তোন আরও বলেন, আমি বাংলাদেশে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি। বাংলাদেশে ইলেক্ট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি স্থাপনের জন্য সুন্দর একটি ব্যবসায়িক স্থান খুজছি। কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যানের আহবানে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে দাউদকান্দি উপজেলায় কয়েকটি জমি পরিদর্শন করেছি, শিপিং এর মাধ্যমে পন্য চট্টগ্রাম হয়ে দাউদকান্দি ও পরে ঢাকায় পৌছানো অনেক সহজ হবে। 

এজন্য আমরা দাউদকান্দিতেই ইলেক্ট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি স্থাপনের জন্য পছন্দ করেছি। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমাদের দাউদকান্দির ফ্যাক্টরি থেকে উৎপাদন কার্যক্রম শুরু হবে।

মিঃ জিয়াং তোন জানান, দাউদকান্দির এ উৎপাদন কার্যক্রম শুরু হলে প্রায় ১হাজার  লোক এখানে কর্মসংস্থানের সুযোগ পাবে। এ সময় চীনা প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনির হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়