শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২২, ০৫:২৭ বিকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২২, ০৫:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতালে আনসার-সুইপারদের মধ্যে সংঘর্ষ, আহত ৭

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : জেলা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আনসার ও সুইপারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন আনসার সদস্যসহ সাতজন আহত হয়েছেন। মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।

বুধবার (৫ অক্টোবর)  বেলা সাড়ে ১২ টার থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে দুপুর ১ টা পর্যন্ত।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান জানান, আজ বুধবার সকালে হাসপাতালে কর্মরত হরিজন সম্প্রদায়ের এক সদস্যের একটি মোবাইল ফোন হারানো যায়। এ সময় ঐ সদস্য হাসপাতালের মূল ফটকে দায়িত্বে থাকা এক আনসার সদস্যকে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন। 

এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে হরিজন সম্প্রদায়ের ঐ সদস্য তার কলোনীতে খবর দেয়। অপরদিকে এমন ঘটনা শুনে আনসার ক্যাম্প থেকেও আনসার সদস্যরা ছুটে আসে। এক পর্যায়ে তাদের সংঘর্ষ বেঁধে যায়। এতে এক আনসার সদস্যসহ সাতজনের মতো আহত হয়েছেন।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্যরা আট রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, মোবাইল ফোন চুরির ঘটনা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়