শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৪:১১ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাইবান্ধা আওয়ামী লীগের সম্মেলন, ভার্চূয়ালি যুক্ত হলেন ওবায়দুল কাদের

রওশন হাবিব, গাইবান্ধা : সড়ক ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতিসংঘে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাবার মত বাংলা ভাষায় ভাষণ দিয়েছেন। সেই ভাষণ আমরা শুনেছি, কিভাবে তিনি পিতা মুজিবের মত মানবতার বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে পারেন।

এজন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তিনি যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন, শান্তির জন্য আবেদন করেছেন।

তাঁর শান্তি প্রতিষ্ঠার বক্তৃতা বিশ্বব্যাপী প্রসংশিত হয়েছে। তাঁর কণ্ঠস্বর বাংলাদেশকে উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা শহরের শাহ আবদুল হামিদ স্টেডিয়াম মাঠে আয়োজিত জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, দেশের বাজারে পণ্যদ্রব্য জ্বালানি সংকট আছে। তবে এ সংকট সৃষ্টি করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও বড় বড় দেশ। তার মুল্য দিতে হচ্ছে আমাদের।

আপনারা শেখ হাসিনার প্রতি আস্তা রাখুন। এ সংকট সামাল দিয়ে স্বস্তির বাংলাদেশে তিনি নিয়ে যাবেন। কাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সাবধান ও সর্তক থাকতে হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি সৈয়দ- শামস-উল-আলম।

বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া ও সফুরা বেগম রুমি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম, আগামি ১২ অক্টোবর  অনুষ্ঠেয় গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রাথী মাহমুদ হাসান রিপন প্রমুখ।

এর আগে সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন। পরে স্বাগত বক্তব্য দেন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম।

বিকেলে গাইবান্ধা সার্কিট হাউজ মিলনায়তনে কাউন্সিল অনুষ্ঠিত হয়। এদিকে দীর্ঘ সাড়ে ছয়বছর পর আজ শনিবার গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সর্বশেষ ২০১৬ সালের ১২ মার্চ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে গাইবান্ধা জেলার ৩৮৪ জন কাউন্সিলর অংশ নেন। সম্মেলনে প্রায় ৩০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্পাদনা: আল আমিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়