শিরোনাম
◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৩:৪৪ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৩:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে জেলা সামাজিক সম্প্রীতি সমাবেশ

তপু সরকার,শেরপুরে : আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত করণের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধন প্রতিষ্ঠার লক্ষ্যে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে ২৪ সেপ্টেম্বর সকাল  ১১টায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিউর রহমান আতিক এম পি শেরপুর-১ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরমুক্তি যোদ্ধা এডভোকেট মুখলেছুর রহমান আকন্দ, এস এম নুরুল ইসলাম হিরু সাবেক শেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, প্রফেসার মোঃ আঃ রশিদ অধ্যক্ষ শেরপুর সরকারী কলেজ, গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন মেয়র শেরপুর পৌর সভা, জেলা পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান , সাইয়েদ এ জেড মোরশেদ প্রধান নির্বাহী জেলা পরিষদ শেরপুর। 

শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, অনুপম ভট্রাচার্য্ সিভিল সাজর্ন শেরপুর, এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা সহকারী পুলিশ সুপার প্রশাসন মোঃ আবু বক্কর সিদ্দিক, সদর সার্কেল সহকারী পুলিশ সুপার মোঃ আঃ হান্নান, নালিতাবাড়ী সার্কেল সহকারী পুলিশ সুপার আফরোজা বেগম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা পুজাঁ উদযাপন কমিটির সাধারন সম্পাদক ও আওয়ামীলীগের উপসম্পাদক বিনয় কুমার সাহা, শহর আঃলীগের সভাপতি, বাবু প্রকাশদও, শেরপুর বারোমারী মিশনের ফাদার তরুন, লিটন ডেভিট হাজং, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেত্রীবৃন্দ, শেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারন সম্পাদক মেরাজ উদ্দিন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ জেলার কলেজ, উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী একঝাঁক প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও সুধিজনেরা সামাজিক সম্প্রীতি সমাবেশে উপস্থিত ছিলেন। সম্পাদনা: আল আমিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়