শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০২:০৪ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৩:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্গাপূজাকে ঘিরে রং তুলিতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা

রংতুলিতে ব্যস্ত শিল্পীরা

সনতচক্রবর্ত্তী: আগামী ১ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। বোয়ালমারীর বিভিন্ন মন্দির ঘুরে দেখা যায়, শারদীয় দুর্গাপূজাকে ঘিরে বোয়ালমারীতে বেড়েছে প্রতিমাশিল্পীদের ব্যস্ততা।

তাদের নিপুণ হাতে মাটির কাজ শেষে মণ্ডপগুলোতে চলছে রংতুলির কাজ। রাতদিন একত্রে চলছে কর্মযজ্ঞ। নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ করার আশা শিল্পী ও কারিগরদের।শাস্ত্রমতে, গণেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতী এই চার ছেলেমেয়েকে নিয়ে এবার হাতির পিঠে চড়ে বাবার বাড়ি মর্ত্যলোকে আসবেন দেবী দুর্গা, আর কৈলাশে ফিরে যাবেন নৌকাতে।

দুর্গতিনাশিনীর আগমনে কাশবন ও আকাশ সেজেছে নতুন রূপে। সব ধরনের অপশক্তি দূর হয়ে পৃথিবীজুড়ে বইবে শান্তির বাতাস, এমন প্রত্যাশা সবার।

বোয়ালমারী সর্বজনীন রক্ষা চণ্ডী মন্দিরের প্রতিমা শিল্পী রতন পাল বলেন,এবছর মোট ১১টি মণ্ডপের কাছ হাতে নিয়েছি।

৬ জন কর্মচারী নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছি। পূজার আগেই সব প্রতিমা রং করা শেষ করতে হবে বলে আশা করি।

বোয়ালমারী উপজেলার পূজা উদ্‌যাপন সাধারণ সম্পাদক রবীন লস্কর  বলেন, উৎসব শান্তিপূর্ণ করতে পূজা উদ্‌যাপন পরিষদের পক্ষ থেকে চাওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওহাব বলেন,  উৎসবকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি নেয়া হবে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত আছে প্রশাসন। উল্লেখ , গতবার থেকে বোয়ালমারীতে ১২২ টি  মণ্ডপ বেড়ে এবার বোয়ালমারীতে ১২৫টি মণ্ডপে উৎসবের আয়োজন করা হয়েছে।

১ অক্টোবর শুরু হওয়া এই আয়োজন ৫ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। সম্পাদনা: আল আমিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়