শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০১:১৫ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) : ডোমারে নিজ ঘর থেকে রুহুল আমিন মুন্না (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে  পুলিশ। শুক্রবার রাত ১১ টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ড সবুজ পাড়ায় এই ঘটনাটি ঘটে।

নিহত রুহুল আমিন মুন্না সবুজপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে।

পরিবার জানান, রাতে মুন্না বাড়ীতে এসে ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ দরজা না খোলায়  ডাকাডাকি করলেও তার কোন সারাশব্দ না পাওয়ায় তারা দরজায় জোরে ধাক্কা দিলে দরজা খুলে যায়।

এ সময় তারা দেখে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে তার দেহ ঝুলে রয়েছে। তারা ধারনা করছেন সে আত্মহত্যা করে থাকতে পারে।

পরে পুলিশে খবর দেওয়া হলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে জেলার মর্গে প্রেরণ করে।

তবে কি বা কেন সে আত্মহত্যা করেছে তা কেউ বলতে পারছেনা।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী , যুবকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরন করা হয়েছে।

রিপোর্ট আসলেই প্রকৃত ঘটনা জানা যাবে বলেও তিনি জানিয়েছেন।সম্পাদনা: আল আমিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়