শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০১:১২ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছেলের কারাদণ্ডের খবর শুনে মারা গেলেন মা

ভ্রাম্যমাণ আদালত

কামরুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় ছেলেকে মাদক সেবনের অভিযোগ এনে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড দেয়। এ খবর শোনার পর বুকে ব্যথা শুরু হয়ে আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়েন মা ফেরদৌসী বেগম।

বুধবার (২২ সেপ্টেম্বর) তালা সদরের কাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত  ফেরদৌসী বেগম তালা সদরের কাজিপাড়ায় কাজী নজরুল বারীর স্ত্রী।

মৃত ফেরদৌসী বেগমের ছেলে কাজী জীবন জানান, বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে মাদক সেবনের অভিযোগ এনে মেজো ভাই কাজী শিপনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এরপর তাকে হাজির করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে। সেখানে ১৫ দিনের কারাদণ্ডের রায় দেন কর্মকর্তা এবং কারগারে প্রেরণ করেন। এরপর থেকে বাড়িতে মা চিন্তায় অসুস্থতা বোধ করতে থাকে। রাত সাড়ে ১০টার দিকে মা বুকে ব্যথা অনুভব করে কথা বলতে বলতে আকস্মিক মারা গেছেন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় মায়ের দাফন সম্পন্ন হয়েছে।

এদিকে, জেলা ম্যাজিস্ট্রেটের বিশেষ অনুমতিতে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাযায় অংশ নিতে পারেন দন্ডপ্রাপ্ত ছেলে কাজী শিপন।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, কাজী শিপন গাজা সেবন করে এটি সে স্বীকার করায় তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছিল। শিপনের কথা চিন্তা করে তার মা মারা গেছেন। বিষয়টি খুব হৃদয়বিদারক। তার ছেলে সাজা মওকুফের জন্য পরিবারটি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আপিল করতে পারবেন। সম্পাদনা: হ্যাপী

  • সর্বশেষ
  • জনপ্রিয়