শিরোনাম
◈ মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি সাময়িক স্থগিত, বার্ষিক পরীক্ষা কাল থেকে ◈ এবার মাহাথির মোহাম্মদ পুলিশ রিপোর্ট করলেন অনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে! ◈ সরকারি মাধ্যমিক শিক্ষকদের আন্দোলন স্থগিত, বুধবার থেকে বার্ষিক পরীক্ষা ◈ নতুন নকশার ৫০০ টাকার নোট আসছে বৃহস্পতিবার বাজারে ◈ আফ্রিকা হতে পারে বাংলাদেশের পণ্য রপ্তানির হাব ◈ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন তিন বাহিনী প্রধান ◈ শেষ সম‌য়ে গোল খে‌য়ে আজারবাইজানের কা‌ছে হারলো বাংলাদেশ ◈ বি‌পিএ‌লে রংপুর রাইডার্সকে চ‌্যা‌ম্পিয়ন করার স্বপ্ন লিটন দা‌সের ◈ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ফেসবুক আইডি হ্যাকড ◈ জুলাই গণঅভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দিল পুলিশ

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৯:২৬ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে মৎস্য সম্পদ রক্ষায় ফের কঠোর অভিযান চালাল উপজেলা মৎস্য দপ্তর।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পদ্মার বিভিন্ন পয়েন্টে পরিচালিত এ অভিযানে একটি অবৈধভাবে নির্মিত বাঁধ (কাটা) উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে প্রায় ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৩৫টি চায়না দুয়ারি জাল।

উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লবের নেতৃত্বে এ অভিযানে সহযোগিতা করেন চরভদ্রাসন থানার একটি দক্ষ পুলিশ টিম। উপজেলা মৎস্য দপ্তরের সব কর্মকর্তা-কর্মচারীও পুরো সময় মাঠে সক্রিয় ছিলেন।

অভিযান শেষে জব্দকৃত সব নিষিদ্ধ জাল স্থানীয় জনতার উপস্থিতিতে জনসম্মুখে আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়। এ সময় স্থানীয় জেলে, জনপ্রতিনিধি ও সচেতন মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, “অবৈধ বাঁধ ও নিষিদ্ধ জালের কারণে পদ্মায় মা-মাছসহ সব ধরনের মাছের প্রজনন ও অবাধ বিচরণ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এসব অবৈধ কার্যকলাপ বন্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে। কেউ ছাড় পাবে না।”

স্থানীয় জেলেরা অভিযানের প্রশংসা করে বলেন, কারেন্ট জাল ও চায়না দুয়ারির কারণে পদ্মায় মাছের পরিমাণ দ্রুত কমে যাচ্ছে। নিয়মিত অভিযান চললে আগামীতে আবারও পদ্মায় মাছের প্রাচুর্য ফিরে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, চলতি মৌসুমে চরভদ্রাসন উপজেলায় নিয়মিত অভিযান চলমান। আগামী দিনগুলোতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে মৎস্য দপ্তর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়