আজিজুল ইসলাম, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় মেয়াদোত্তীর্ণ ও ডাক্তারি স্যাম্পলের ওষুধ বিক্রির অভিযোগে তিনটি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিনের নেতৃত্বে ওষুধ প্রশাসনের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যশোর ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক সুলতানা রিফাত ফেরদৌস উপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানায়, বাঘারপাড়া হাসপাতালের সামনে অবস্থিত এম এ জামান ফার্মেসি ও আল আমিন ফার্মেসিকে ৪ হাজার টাকা করে এবং আরাফ ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রি করায় ওষুধ আইন অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন জানান, ভোক্তার নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে।