চরভদ্রাসন এবং সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদী থেকে ধরা পড়েছে বিরল আকারের ছয় কেজি ওজনের একটি চিতল মাছ।মঙ্গলবার সকালে উপজেলার স্থানীয় জেলে সাদ্দাম হোসেন এ মাছটি ধরেন। পরে মাছটি চরভদ্রাসন বাজারে আনা হলে ক্রেতাদের ব্যাপক ভিড় জমে যায়।
বিক্রেতা জানান, মাছটি ধরার পর থেকেই আশপাশের মানুষ দেখতে ভিড় করেন। শেষ পর্যন্ত মাছটি ৬ হাজার টাকায় বিক্রি হয়। প্রতি কেজির দাম দাঁড়ায় প্রায় এক হাজার টাকা।
স্থানীয়দের মতে, পদ্মার পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বড় আকারের দেশি মাছের দেখা মিলছে তুলনামূলক বেশি। এমন বড় চিতল মাছ বহুদিন পর বাজারে দেখা গেল বলে তারা জানান।
চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বলেন, “পদ্মা নদীর এই অঞ্চলে এখনো দেশি মাছের সমৃদ্ধতা রয়েছে। বড় আকারের চিতল ধরা পড়া নিঃসন্দেহে ইতিবাচক বিষয়। তবে মাছের আবাসস্থল রক্ষা ও অবৈধ জাল ব্যবহার বন্ধের জন্য নিয়মিত তদারকি চলছে।”
মাছটি দেখতে দুপুর পর্যন্ত বাজারে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্থানীয়দের মাঝে বিষয়টি নিয়ে উৎসাহ-উদ্দীপনার শেষ ছিল না।