শিরোনাম
◈ বৃহস্পতিবার সব দোকান ও বিপণিবিতান খোলা ◈ নির্বাচনের প্রস্তুতি চলছে, এটি জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হবে:: প্রধান উপদেষ্টা ◈ গণভোটসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা আন্দোলনরত ৮ দলের ◈ রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, মোড়ে মোড়ে গাড়ি তল্লাশি ◈ মিরপুরে শতাব্দী পরিবহনের বাসে আগুন ◈ ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন (ভিডিও) ◈ নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে বার্তা দিলেন অর্থ উপদেষ্টা ◈ গাজীপুর-৬ আসন পূর্ণ বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ◈ উত্তরার জসিমউদ্দিনে মাইক্রোবাসে আগুন ◈ বাংলাদেশে নতুন উগ্রবাদী ঘাঁটি তৈরি করছে জামায়াত, মেডিকেল শিক্ষার্থীদের টার্গেট করছে সংগঠন: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ১১:৩০ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে পানির ফ্যাক্টরীতে ১০ হাজার টাকা জরিমানা, সিলগালা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে গঠিত "টাস্কফোর্স" এর পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় একটি পানির ফ্যাক্টরীতে দশ হাজার টাকা জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। এছাড়াও একটি বেকারিতে অভিযান চালিয়ে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১২ নভেম্বর) সকালে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল চারটার দিকে এ অভিযান চালিয়ে জরিমানা ও সিলগালা করা হয়।

বিএসটিআই ও আদালত সূত্রে জানা গেছে, শহরের দক্ষিণ আলীপুরে অ্যাকুয়া ডিএস নামীয় একটি পানির ফ্যাক্টরীতে উৎপাদিত 'প্যাকেজড ড্রিংকিং ওয়াটার' পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স বিষয়ক মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইনে দশ হাজার টাকা জরিমানা করা হয় এবং সাত দিনের মধ্যে আবেদনের সময় দিয়ে কারখানাটি সীলগালা করে বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও আলীপুর এলাকার অম্বিকাপুর রেলগেটে অবস্থিত মামা-ভাগনে বেকারীতে উৎপাদিত বিস্কুট, ব্রেড ও কেক পণ্যের অনুকূলে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ না করে বিক্রয় ও বিতরণ করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান বলেন, একটি পানির ফ্যক্টরী ও বেকারীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পানির ফ্যক্টরীতে দশ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। এছাড়াও একটি বেকারিতে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়