হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে গঠিত "টাস্কফোর্স" এর পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় একটি পানির ফ্যাক্টরীতে দশ হাজার টাকা জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। এছাড়াও একটি বেকারিতে অভিযান চালিয়ে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১২ নভেম্বর) সকালে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল চারটার দিকে এ অভিযান চালিয়ে জরিমানা ও সিলগালা করা হয়।
বিএসটিআই ও আদালত সূত্রে জানা গেছে, শহরের দক্ষিণ আলীপুরে অ্যাকুয়া ডিএস নামীয় একটি পানির ফ্যাক্টরীতে উৎপাদিত 'প্যাকেজড ড্রিংকিং ওয়াটার' পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স বিষয়ক মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইনে দশ হাজার টাকা জরিমানা করা হয় এবং সাত দিনের মধ্যে আবেদনের সময় দিয়ে কারখানাটি সীলগালা করে বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও আলীপুর এলাকার অম্বিকাপুর রেলগেটে অবস্থিত মামা-ভাগনে বেকারীতে উৎপাদিত বিস্কুট, ব্রেড ও কেক পণ্যের অনুকূলে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ না করে বিক্রয় ও বিতরণ করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান বলেন, একটি পানির ফ্যক্টরী ও বেকারীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পানির ফ্যক্টরীতে দশ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। এছাড়াও একটি বেকারিতে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।