শিরোনাম
◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ  ◈ ৯১ সালে জামায়াত সমর্থন না দিলে বিএনপি এ পর্যায়ে আসতো না: তাহের ◈ ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে বিএনপি কী কিছুটা বেকায়দায় পড়েছে ◈ সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত ◈ মনোনয়ন নয়, দল ও দেশ বড়—মনোনয়নবঞ্চিতদের প্রতি তারেক রহমানের আহ্বান

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ১১:২১ দুপুর
আপডেট : ০২ নভেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিবিআই এর হাতে আটক হলো সৎমা হত্যাকারী

কাজী রাশেদ,চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় সৎ মাকে কুপিয়ে হত্যার ঘটনার প্রধান আসামী শাহিন মুন্সি (২৬)কে আটক করেছে পুলিশ ব্যুারো অব ইনভেটিগেশন (পিবিআই)।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটক শাহিন মুন্সি কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্রামের এমদাদুল হক মুন্সির ছেলে। তিনি বুধবার (২৯ অক্টোবর) রাত ১১টায় নিজ বাড়িতে কুপিয়ে সৎ মাকে আহত
করার পর ভোরে মৃত্যু ঘটে।

কুমিল্লা পিবিআই কার্যালয়ের পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) বিপুল দেবনাথ জানান- বৃহস্পতিবার গণমাধ্যমে চান্দিনায় সৎ মাকে কুপিয়ে হত্যার ঘটনাটি আমাদের পুলিশ সুপার সারোয়ার আলম স্যারের নজরে আসার পর তিনি ঘটনার মূল হোতাকে গ্রেফতারের জন্য আমাদের নির্দেশ প্রদান করেন। আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার ও নিজস্ব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে মাত্র ২৪ ঘন্টার মধ্যেই তাকে আটক করি।

প্রসঙ্গত, চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্রামের পঁচাত্তর বছর বয়সী এমদাদুল হক মুন্সির প্রথম স্ত্রী তিন বছর আগে মৃত্যু বরণ করলে প্রায় দুই মাস আগে হালিমা বেগম (৩৪) নামে এক নারীকে বিয়ে করেন তিনি। বুধবার (২৯ অক্টোবর ) দিবাগত রাত ১১টায় নিজ বসত ঘরে সৎ মাকে কুপিয়ে আহত করে এমদাদুল হক মুন্সির ছোট ছেলে শাহিন আলম।

আহত হালিমা বেগমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নেয়ার পর মৃত্যু ঘটে তার। এ ঘটনায় নিহতের বড় ভাই নূরুল ইসলাম মুন্সি বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়