শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩৭ বিকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে টিসিবির পণ্য না পেয়ে সড়ক অবরোধ

যশোরের কেশবপুরে টিসিবির পণ্য না পেয়ে সড়ক অবরোধ করেছেন কার্ডধারীরা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে যশোর-চুকনগর সড়কের কেশবপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় তারা সড়ক অবরোধ করেন। এতে সড়কের দুপাশে যাত্রীবাহী বাসসহ অসংখ্য যানবাহন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েন অসংখ্য মানুষ। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, আজ সকাল থেকে কেশবপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডের একটি গোডাউনে ডিলার আব্দুল বারিক পৌরসভার ১, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ৬০৫ জন কার্ডধারীর মাঝে টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রি করছিলেন। কিন্তু বেলা ১টার দিকে ৬০৫টি কার্ডের পণ্য শেষ হয়ে গেলে গোডাউন বন্ধ করে দেওয়া হয়। এরপরও গোডাউনের বাইরে অসংখ্য কার্ডধারী লাইনে দাঁড়িয়ে ছিলেন। তারা পণ্য না পেয়ে গোডাউনের সামনে যশোর-চুকনগর সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন।

এ সময় সড়কের দুই পাশে যাত্রীবাহী বাসসহ অসংখ্য যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়ে মানুষ।  খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। এ সময় উপস্থিত হন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। 

পণ্য না পেয়ে সড়ক অবরোধ করা বিক্ষুদ্ধ কার্ডধারীদের উদ্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ বলেন, কার্ড থাকার পরেও যারা পণ্য পাননি তারা পৌরসভায় গিয়ে তথ্য দিলে তালিকা অনুযায়ী এক সপ্তাহের ভেতর টিসিবির পণ্য দেওয়ার ব্যবস্থা করা হবে।

টিসিবির ডিলার আব্দুল বারিক বলেন, তাকে পৌরসভার ১, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে নির্ধারিত ৬০৫টি কার্ডধারীর ভেতর পণ্য বিতরণের জন্য মালামাল দেওয়া হয়। ৫৪০ টাকা মূল্যের এ পণ্যের প্যাকেজে ছিল ৫ কেজি চাল, ১ কেজি চিনি, ২ কেজি ডাল ও ২ লিটার তেল। কিন্তু বেলা ১টার দিকে ৬০৫টি কার্ডের পণ্য কার্ডধারীদের মাঝে বিতরণ হয়ে যায়। নতুন কার্ডধারীদের জন্য পণ্য বরাদ্দ না থাকলেও তারা উপস্থিত হন। পণ্য না থাকায় গোডাউন বন্ধ করে দেওয়া হয়।

এ দিকে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, যে সকল টিসিবির কার্ডধারী পণ্য পাননি তাদেরকে দ্রুত পণ্য দেওয়া হবে। উৎস: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়