শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৫৪ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক মন্ত্রী জাবেদের আরামিট গ্রুপের দুই কর্মকর্তা গ্রেপ্তার

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পরিবারের মালিকানীধান আরামিট গ্রুপের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুদক। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান।

দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ৈর উপপরিচালক সুবেল আহমেদ কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার দুইজন হলেন- শিল্পগোষ্ঠী আরামিট পিএলসির এজিএম ও ইম্পেরিয়াল ট্রেডিং এর স্বত্ত্বাধিকারী মো. আবদুল আজিজ ও আরামিটি পিএলসির এজিএম (একাউন্টস) উৎপল পাল।

আজিজ মামলার এজহারভুক্ত আসামি আর দুদকের তদন্তে অপরাধের সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় উৎপেলকে গ্রেপ্তার করা হয়েছে। তার থেকে ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করা হয়েছে।

দুদক কর্মকর্তারা বলছেন, জাবেদের বিদেশের সম্পদ অর্জন ও দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন আরামিট গ্রুপের এজিএম উৎপল পাল। তিনি জাবেদের বিদেশে সম্পদ তৈরি ও  দেখাশোনার  কাজ করেছেন।

জব্দকৃত তার দুটি ল্যাপটপ ও দুটি মোবাইল থেকে বিপুল পরিমাণ তথ্য পাওয়া গেছে। এগুলো ফরেনসিক করার জন্য বিজ্ঞ আদালতে অনুমতি চাওয়া হয়েছে। উৎপল দেশ থেকে দুবাই ও দুবাই থেকে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অর্থপাচার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ  মাস্টারমাইন্ড।

গ্রেপ্তার আজিজ হলেন- জাবেদ পরিবারের আরামিট থাই অ্যালুমিনিয়ামে সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি ক্রয় ও বিক্রয়কারী এবং রক্ষণাবেক্ষণকারী।

গত ২৪ জুলাই সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং স্ত্রী ও ভাইবোনসহ ৩১ জনের বিরুদ্ধে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলা দায়ের করে দুদক। চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক মশিউর রহমান। মামলায় ইউসিবিএল ব্যাংক ও আরামিট গ্রুপের কর্মকর্তাদের আসামি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়