শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৯ বিকাল
আপডেট : ০৪ নভেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীর হাতিয়ায় রাস্তা প্রশস্ত করতে অনুমতি ছাড়াই গাছ উপড়ে ফেলার অভিযোগ

মো. সোহেল নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় রাস্তা প্রশস্ত করার নামে রাস্তার পাশের গাছগুলো নির্বিচারে  স্কেভেটর মেশিন দিয়ে উপড়ে ফেলার অভিযোগ ওঠেছে। বনবিভাগ বলছে, রাস্তার কাজের জন্য কাউকে গাছ কাটার অনুমতি কিংবা নিলাম দেওয়া হয়নি। কেন গাছগুলো কাটা হচ্ছে তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন বনবিভাগ। এদিকে, রাস্তায় ছায়াশীতল পরিবেশ সৃষ্টির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা পালনকারী এসব গাছ নির্বিচার কাটার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।

হাতিয়া উপজেলার চরইশ্বর ইউনিয়নের পূর্ব লক্ষ্মীদিয়া রাজের হাওলা আঞ্চলিক এই সড়কের দুই পাশে রয়েছে ছায়াদানকারী সারিবদ্ধ বনজ ও ওষুধি গাছপালা। যা স্কেভেটর মেশিন দিয়ে উপড়ে ফেলার খবর পেয়ে  মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)  সকালে সরেজমিনে দেখা গেছে,  ঠিকাদারের লোকজন স্কেভেটর মেশিন দিয়ে রাস্তার মাটি খুঁড়তে গিয়ে গাছগুলোও ভেঙেচুরে উপড়ে ফেলে দেয়। যেখানে রয়েছে বড় বড় কাঠের ও ওষুধি গাছ। একপাশ দিয়ে স্থানীয় নন্দকুমার হাইস্কুলের কয়েকজন ছাত্রী স্কুল থেকে বাড়ি যাচ্ছিলেন। এসময় একটি গাছ পড়া অবস্থায় তাদের শরীরে আঘাত পায়। ইয়াছমিন নামের এক শিক্ষার্থী তখন ক্ষুব্ধ হয়ে বলেন, এরা মানুষ নই, সবগাছ ভেঙেচুরে ধ্বংস করে দিচ্ছে। আবার মানুষও মেরে ফেলতে চাইছে! অবস্থা দেখে স্কেভেটর চালক হাসিতেছেন। চালক বলেন, কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ার যেভাবে বলছে তারা সেভাবে কাজ করছেন।

স্থানীয় বাসিন্দা ছায়েদ আহামেদ’সহ একাধিক ব্যক্তি জানান, রাস্তাটি অনেক আগে থেকে ভাঙাচোরা অবস্থায় ছিল। কিছু অংশে সলিং ছিল, বর্ষায় হাঁটাচলা করা যায় না। এখন ১০ফুট প্রশস্ত করে নতুন করে কার্পেটিং করার কথা। তবে গাছগুলোর একটা ব্যবস্থা করলে ভাল হতো। এভাবে বেওয়ারিশ হিসেবে গাছগুলো ধ্বংস করা ঠিক হচ্ছে না।

জানা গেছে, প্রায় পাঁচ মাস আগে রাস্তাটি ১০ফুট প্রশস্ত করে নতুন করে কার্পেটিং করার জন্য দরপত্র আহ্বান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কাজটি পায় ঠিকাদারী প্রতিষ্ঠান মোস্তফা এন্ড সন্স নামের একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের নামে ইজিপিতে অংশ নেন আরাম নামের নোয়াখালী জেলা সদরের এক ব্যক্তি।  

এলজিইডি সূত্রে জানা গেছে, সড়কটি দুই কিলোমিটারের বেশি। তবে এর সঙ্গে মোট পাঁচ কিলোমিটারের কার্পেটিংয়ের কাজ রয়েছে উক্ত প্রতিষ্ঠানের নামে। যা করাচ্ছেন আরাম নামের এক ঠিকাদার। 

এদিকে, ঠিকাদারের এ কাজের ম্যানাজার পরিচয় দিয়ে রাশেদ নামের এক ব্যক্তি মুঠোফোনে বলেন, গত ১৭ বছর আপনারা কৈ ছিলেন? এখন গাছের খবর নিতে আসছেন। কাজ করতে হলে গাছগুলো কাটা ছাড়া বিকল্প কোন উপায় নাই।

ঠিকাদার আরাম জানান, গত সপ্তাহে তারা একদিন কাজ করেছেন আর আজকে করেছেন । গাছ কাটার বিষয়ে তারা এখনও অনুমতির প্রক্রিয়া ঠিক করেছেন। অনুমতি পেলে পুরোদমে কাজ শুরু করবেন।

সংশ্লিষ্ট বন কর্মকর্তা (নলচিরা রেঞ্জার) আল-আমিন গাজী জানান, রাস্তা প্রশস্তের নামে তারা বিনা অনুমতিতে ভেকু মেশিন দিয়ে যেভাবে গাছগুলো ভেঙেচুরে দিচ্ছেন- তা উপজেলা প্রশাসনসহ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট চিঠি দেওয়া হয়েছে। এবিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে এলজিইডির হাতিয়া উপজেলা প্রকৌশলী সাজ্জাদুল ইসলাম বলেন, রাস্তার কাজ করতে হলে তো গাছ কাটা লাগবে। কেননা গাছের অনুমতি কিংবা নিলামের প্রক্রিয়া করতে বহু সময়ের ব্যাপার। তার পরও গাছগুলো বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের মাধ্যমে বনবিভাগের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়