শিরোনাম
◈ আমি ও বিএনপি বিশ্বাস করি, দল-মত, ধর্ম-দর্শন যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান ◈ সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা ◈ রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিক ফোরামে তুলে ধরতে আগামী ২৪ থেকে ২৬ আগস্ট  তিন দিন কক্সবাজারে সম্মেলনের  ◈ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, পরবর্তী সরকারের কোনো পদে আমি থাকব না: প্রধান উপদেষ্টা ◈ মাদরাসাপ্রধানদের জন্য জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা ◈ ‎তিস্তার পানি কমলেও দেখা দিয়েছে তীব্র ভাঙন, ‎বসতভিটা হারিয়ে নিঃস্ব অনেক পরিবার ◈ ফরিদপুরে পদ্মায় ভরা মৌসুমেও ইলিশের হাহাকার, বাজারে আগুন ◈ একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল ৫ জনের ◈ সুন্দরবনের উপকূলে নোয়াপাড়ার শতবর্ষী পানের হাটে কোটি টাকার লেনদেন, তবুও চাষিদের হতাশা ◈ স্যাটেলাইটের মাধ্যমে কুমির গবেষণা: যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বন বিভাগ উদ্বিগ্ন

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৫, ০৫:৫৫ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্যাটেলাইটের মাধ্যমে কুমির গবেষণা: যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বন বিভাগ উদ্বিগ্ন

এস. এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে: বিশ্ব ঐতিহ্য সুন্দরবন উপকূলে গবেষণার অংশ হিসেবে পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে পাঁচটি কুমিরকে অবমুক্ত করা হয়েছিল। প্রায় ১,০৪৬ কিলোমিটার নৌপথ ঘুরে বেড়ালেও সম্প্রতি ট্রান্সমিটারগুলো নষ্ট হয়ে যাওয়ায় এ কুমিরগুলোর সঙ্গে বন বিভাগের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে বর্তমানে তারা কোথায় আছে এবং তাদের অবস্থা কী—তা জানার উপায় নেই।

কুমিরের জীবনাচরণ, অধিক্ষেত্র, বিচরণ এলাকা ও ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা পেতেই গত বছরের ১৩ মার্চ প্রথমবার দুটি কুমিরের শরীরে স্যাটেলাইট ট্যাগ লাগানো হয়। পরবর্তী সময়ে আরও তিনটি কুমিরের শরীরে ট্রান্সমিটার বসিয়ে সুন্দরবনের খালে অবমুক্ত করা হয়।

খুলনা বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল বলেন, “কুমির কত দূর পর্যন্ত যায়, কতটা জায়গা দখল করে থাকে কিংবা সুন্দরবনের বাইরে যায় কি না এসব বিষয়ে সঠিক তথ্য আমাদের কাছে নেই। গবেষণার মূল উদ্দেশ্য ছিল এসব তথ্য সংগ্রহ করা।”

এই গবেষণার নেতৃত্ব দিয়েছে আইইউসিএন বাংলাদেশ। সহযোগিতা করছে জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এটি পরিচালিত হচ্ছে আইইউসিএনের ‘ইন্টেগ্রেটেড ম্যানেজমেন্ট অব সুন্দরবন ম্যানগ্রোভস অ্যান্ড দ্য মেরিন প্রটেকটেড এরিয়া সোয়াচ অব নো গ্রাউন্ড বাংলাদেশ’ প্রকল্পের আওতায়।

গবেষণার সুবিধার্থে পাঁচটি কুমিরকে পৃথক নাম দেওয়া হয়েছিল— ‘জুলিয়েট, মধু, পুটিয়া, জোংড়া ও হারবারিয়া।’ এর মধ্যে জুলিয়েট, মধু ও পুটিয়া স্ত্রী কুমির এবং হারবারিয়া ও জোংড়া পুরুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়