শিরোনাম
◈ আমি ও বিএনপি বিশ্বাস করি, দল-মত, ধর্ম-দর্শন যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান ◈ সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা ◈ রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিক ফোরামে তুলে ধরতে আগামী ২৪ থেকে ২৬ আগস্ট  তিন দিন কক্সবাজারে সম্মেলনের  ◈ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, পরবর্তী সরকারের কোনো পদে আমি থাকব না: প্রধান উপদেষ্টা ◈ মাদরাসাপ্রধানদের জন্য জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা ◈ ‎তিস্তার পানি কমলেও দেখা দিয়েছে তীব্র ভাঙন, ‎বসতভিটা হারিয়ে নিঃস্ব অনেক পরিবার ◈ ফরিদপুরে পদ্মায় ভরা মৌসুমেও ইলিশের হাহাকার, বাজারে আগুন ◈ একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল ৫ জনের ◈ সুন্দরবনের উপকূলে নোয়াপাড়ার শতবর্ষী পানের হাটে কোটি টাকার লেনদেন, তবুও চাষিদের হতাশা ◈ স্যাটেলাইটের মাধ্যমে কুমির গবেষণা: যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বন বিভাগ উদ্বিগ্ন

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৫, ০১:৫১ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিকটক প্রেমের জেরে নববিবাহিত গৃহবধূকে নিয়ে পালানোর চেষ্টা, অতপর...

বরিশালের মুলাদীতে গৃহবধূকে নিয়ে পালানোর সময় এক যুবককে আটক করেছেন স্থানীয় জনতা। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার কায়েতমারা গ্রামের ঝুটপট্টি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক যুবক রবিন সরদার (২০) উপজেলার বাটামারা ইউনিয়নের চরআলিমাবাদ গ্রামের জামাল সরদারের ছেলে। তিনি সিলেটের সুনামগঞ্জে একটি বিরিয়ানির দোকানে চাকরি করেন। গত ৩১ জুলাই টিকটকের মাধ্যমে চরকালেখান ইউনিয়নের কায়েতমারা গ্রামের এক গৃহবধূর সঙ্গে পরিচয় হয় এবং ওই মেয়ে মোবাইল ফোনে তাকে এলাকায় ডেকেছেন বলে দাবি করেন রবিন।

তবে ওই গৃহবধূ বিষয়টি অস্বীকার করেছেন। কায়েতমারা এলাকার গ্রামপুলিশ (চৌকিদার) আব্দুল মালেক জানান, গত ২৬ জুলাই ওই গৃহবধূর সঙ্গে পার্শ্ববর্তী চরমালিয়া গ্রামের জয়নাল সরদারের ছেলে আরিফ হোসেনের বিয়ে হয়। ৫-৬ দিন আগে তিনি বাবার বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার রাত ৮টার দিকে স্থানীয়রা ওই গৃহবধূকে একজন অপরিচিত যুবকের সঙ্গে দেখে দুজনকে আটক করেন। আটকের পর যুবকের নাম-পরিচয় জানা যায়। পরে যুবক রবিন দাবি করেন, ওই গৃহবধূ নিজের বিবাহের বিষয়টি গোপন করে টিকটক করেন। প্রায় ২০ দিন আগে তার সঙ্গে পরিচয় ও সম্পর্ক হয়।

পরে তাদের মধ্যে মোবাইল ফোনে কথাবার্তা হয়। কয়েক দিন ধরে ওই গৃহবধূর মোবাইল ফোন হাতছাড়া হওয়ায় তিনি আরেকটি মোবাইল নম্বর থেকে রবিনের সঙ্গে যোগাযোগ করেন। রবিনের সঙ্গে পালিয়ে যাওয়ার কথা বলে মঙ্গলবার তাকে এলাকায় ডাকেন ওই গৃহবধূ। মঙ্গলবার দুপুরে রবিন সুনামগঞ্জ থেকে সরাসরি কায়েতমারা এলাকায় যান। দিনে ওই গৃহবধূ ব্যস্ততা দেখিয়ে সময়ক্ষেপণ করে রাতে বাড়ি থেকে বের হন। পরে রাতে তারা দুজন স্থানীয়দের হাতে আটক হন। চরকালেখান ইউপি সদস্য রাসেদ ব্যাপারী বলেন, রাতে দুজনকে আটক করে অভিভাবকদের সংবাদ দেওয়া হয়।

পরে মেয়েটিকে রাতেই তার বাবা-মার কাছে দেওয়া হয়েছে। যুবকের অভিভাবক না পাওয়ায় স্থানীয় বাসিন্দা উপজেলা ওয়ার্কার্স পাটির সদস্য মো. ফারুক আকনের জিম্মায় রাখা হয়েছিল। যুবকের বাবা জামাল সরদার বলেন, তার ছেলেকে আটকে রেখে ফারুক আকন ও তার লোকজন ১ লাখ টাকা দাবি করেন। বুধবার বিকালে ১৫ হাজার টাকা দিয়ে ছেলেকে ফেরত পেয়েছেন তারা। এ ব্যাপারে ওয়ার্কার্স পার্টির নেতা ফারুক আকন বলেন, আটক যুবককে সারা রাত-দিন পাহারা দিতে স্থানীয় যুবকদের পরিশ্রম হয়েছে। ওই পারিশ্রমিক বাবদ ১ লাখ টাকা চাওয়া হয়েছিল; কিন্তু যুবকের অভিভাবকেরা তা দিতে না পারায় ১৫ হাজার টাকা পেয়ে ছেড়ে দেওয়া হয়েছে। উৎস: যুগান্তর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়