শিরোনাম
◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা ◈ ভারী বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম, চার জেলায় সতর্কতা ◈ মধ্যরাতে উত্তাল ঢাবি: শিক্ষার্থীদের বিক্ষোভ (ভিডিও) ◈ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: কেটু মিজান ও স্ত্রীসহ গ্রেফতার ৫ ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা, হতে পারে যেসব চুক্তি ◈ যশোরে স্কুল ছাত্রী অপহরনের পর গুমের  অভিযোগ ◈ ট্রাম্পের শুল্কের জবাবে মার্কিন অস্ত্র কেনা স্থগিত করেছে ভারত: রয়টার্স ◈ যশোরে ডিবি হেফাজতে পল্লী সঞ্চয় ব্যাংকের দুই সিবিএ নেতা ◈ আমি মানবিক মূল্যবোধে বিশ্বাস করি, হিন্দু -মুসলিমের ব্যবধান বুঝি না : বাবু গয়েশ্বর ◈ ঢাবির ১৮ হলে ছাত্রদলের কমিটি ঘোষণার পর ফেসবুকে যা বললেন উমামা ফাতেমা

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৫, ০৮:৫০ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উজিরপুরের সড়ক দুর্ঘটনায় জামায়াতে নেতার মর্মান্তিক মৃত্যু, ঘাতক মাইক্রোবাস আটক

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল) : বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী উজিরপুর উপজেলা কর্ম পরিষদের সদস্য আবু তালেব সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।  

পুলিশ সূত্রে জানা যায় ৮ আগষ্ট শুক্রবার সাড়ে ১২ টার দিকে মাদ্রাসার শিক্ষক আবু তালেব তার নীজ বাড়ি মোড়াকাঠী গ্রাম থেকে মোটরসাইকেল নিয়ে জুমার নামাজ পড়ার উদ্দেশ্য রওয়ানা হয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল বন্দরের রাস্তা পাড়াপাড় করার সময় ঘাতক মাইক্রোবাসটি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। 

এ সময় স্থানীয়দের সহায়তায় ঘাতক মাইক্রোবাসটিকে আটক করা হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি ধুমরে মুচড়ে যায় এবং চালক শিক্ষক আবু তালেব এর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে নিয়ে যায়।

তিনি কয়েক ঘন্টা পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। শিক্ষা ও জমায়াতে ইসলামীর নেতার মৃত্যুতে এসো প্রকাশ করেন বরিশাল ২ আসন (উজিরপুর বানারীপাড়া)  সংসদীয় আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাস্টার আব্দুল মান্নান, উপজেলা আমীর আব্দুল খালেক ও উপজেলা সেক্রেটারি মোঃ খোকন সরদার, কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মুখতার হোসাইনসহ সকল শিক্ষক ও কর্মচারী বৃন্দসহ বামরাইল ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধি। এ সময় মরহুমের  রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারকে সমবেদনা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়