শিরোনাম
◈ ভারী বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম, চার জেলায় সতর্কতা ◈ মধ্যরাতে উত্তাল ঢাবি: শিক্ষার্থীদের বিক্ষোভ (ভিডিও) ◈ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: কেটু মিজান ও স্ত্রীসহ গ্রেফতার ৫ ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা, হতে পারে যেসব চুক্তি ◈ যশোরে স্কুল ছাত্রী অপহরনের পর গুমের  অভিযোগ ◈ ট্রাম্পের শুল্কের জবাবে মার্কিন অস্ত্র কেনা স্থগিত করেছে ভারত: রয়টার্স ◈ যশোরে ডিবি হেফাজতে পল্লী সঞ্চয় ব্যাংকের দুই সিবিএ নেতা ◈ আমি মানবিক মূল্যবোধে বিশ্বাস করি, হিন্দু -মুসলিমের ব্যবধান বুঝি না : বাবু গয়েশ্বর ◈ ঢাবির ১৮ হলে ছাত্রদলের কমিটি ঘোষণার পর ফেসবুকে যা বললেন উমামা ফাতেমা ◈ গণমাধ্যমের স্বচ্ছতা, নিরাপত্তা ও স্বাধীনতার প্রতি সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৫, ০৫:০৬ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশি মদ পানে ধামরাই দুই জনের মৃত্যু

মো:আদনান হোসেন, ধামরাই ঢাকা থেকে:ঢাকা ধামরাই দেশীয় মদ পান করে বিপল কুজুর (৪৫) ও সুধীর তিগ্যা (৪৫) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার(৮আগষ্ট) সকালে কালামপুর এলাকায় কাশের বাড়ি থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।

নিহতরা হলেন,রংপুর জেলার, বাবলু কুজুর ছেলে বিপ্লব  কুজুর, একই এলাকার রংপুর জেলার মিঠাপুকুর  থানার বলদি বাতান গ্রামের ভুবন তিগ্যার ছেলে সুধীর তিগ্যা(৪৫)।

এলাকাবাসী জানান,  বিপ্লব ও সুধীর দুইজনে অনেক দিন ধরে কালামপুর আশ্রয়্যান প্রকল্প  (গুচ্ছগ্রাম) এলাকায় কাশের বাড়িতে ভাড়া থাকতেন তারা দু জনে এলাকায় এলাকায় খালে বিলে গিয়ে কুইচা শিকার করে তারা হাটে বাজারে বিক্রি করতেন। তারা গতকাল রাতে   মদ্যপান করে অসুস্থ হয়ে যায়।পরবর্তীতে এলাকা বাসি তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।মুমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ধামরাই সদর হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি)মনিরুল ইসলাম  বলেন,কালাপুর এলাকার  স্থানীয় লোকজন ফোন করে জানান, আশ্রয় প্রকল্পে মদ্যপান করে দুই জনের মৃত্যু হয়েছে।ফোন করে এমন খবর জানান পরে ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়