রংপুরে ধাওয়া খেয়ে ড্রেনে আশ্রয় নিতে গিয়ে ভেতর আটকা পড়ে এক যুবক। পরে এক ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।
বুধবার ( ৬ আগস্ট) দিবাগত রাতে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে স্থানীয় যুবকদের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে ড্রেনে আটকা পরে সিয়াম (২২) নামে এই যুবক। রংপুর নগরীর শাপলা চত্বরে এ ঘটনা ঘটে।
সিয়াম নামের ঔই যুবক বলেন, ‘আমার বাড়ি নগরীর শহীদ ভাটার পাশে। আমি শাপলা চত্বরে লাকি হোটেলে কাজ করি। আমার প্রেমিকার সঙ্গে দেখা করতে নুরপুরে এক গলিতে গিয়েছিলাম। কিন্তু কিছু বখাটে ছেলে আমার কাছ থেকে টাকা দাবি করেছে। আমি দিতে না চাইলে তারা আমাকে মারধর করে ধাওয়া দেয়। এসময় প্রাণ বাঁচাতে আমি ড্রেনের মধ্যে লুকাই। কিন্তু পরে সেখানে আটকে যাই। চিৎকার করলে স্থানীয় কিছু লোক এগিয়ে আসে। পরে স্থানীয়রা মানুষ ফায়ার সার্ভিসকে ফোন দিলে আমাকে উদ্ধার করে।
এ বিষয়ে রংপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার লিপন মিয়া বলেন, কিছু স্থানীয় লোক মধ্যরাতে ফোন দেয়। আমাদেরকে জানায় একজন যুবক ড্রেনে পড়ে আটকা পড়ে গেছে। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে গিয়ে কিছু স্থানীয় মানুষের সহযোগিতায় তাকে উদ্ধার করি। ছেলেটি সুস্থ রয়েছে। উৎস: সময়নিউজটিভি।