মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে: জামালপুরের সরিষাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা ও হিরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী আটক করেছে সেনাবাহিনী। শনিবার রাতে উপজেলার সিভিল সোর্স এর তথ্যের ভিত্তিতে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন পাশ্ববর্তী ধনবাড়ী উপজেলার কামারজানী গ্রামের মৃত ময়নুল হোসেনের ছেলে টিপু (৫৫), পাঁচপটল গ্রামের আব্দুল হকের ছেলে বাদল মিয়া (৩৫) ও একই গ্রামের বদিউজ্জামালের ছেলে নাজিম (৩০)।
সেনাবাহিনী সুত্রে জানা যায়, সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৬ বীর ইউনিটের ক্যাপ্টেন অর্ণব কবির প্রাপন এর নেতৃত্বে উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এসময় মাদক বিক্রি কালে পাশ্ববর্তী ধনবাড়ী উপজেলার টিপু, বাদল ও নাজিম নামে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে ১০৬ পিস ইয়াবা, কন্ট্রোলার ২ পিস, ১ গ্রাম হিরোইন ২১ পুরিয়া, ৫ টি স্মার্ট ফোন, ৪ টি বার্টন ফোন ও মাদক বিক্রির নগদ ৪২ হাজার ২৪০ টাকা উদ্ধার করা হয়। পরে রবিবার ভোর ৫ টার দিকে আটককৃতদের তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করে সেনাবাহিনী।
এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জসিম উদ্দিন বলেন, আটককৃত ৩ মাদক ব্যবসায়ীকে সেনাবাহিনী আমাদের কাছে হস্তান্তর করে। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।