শিরোনাম
◈ দুদকের নতুন সচিব খালেদ রহীমের যোগদান ◈ চট্টগ্রামে বাসে আগুন দিল দুর্বৃত্তরা ◈ গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে অযত্ন-অবহেলায় স্বাস্থ্যসেবা মুখ থুবড়ে পড়েছে চিকিৎসক নেই, সেবা নেই, ভোগান্তি চরমে ◈ মিয়ানমারে দেড়শ ভারতীয় ড্রোন হামলার নেপথ্যে কে ছিল? ◈ দলের প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা উচিত: সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ পিআর পদ্ধতির দাবিকে ঘিরেই কী আসছে নতুন নির্বাচনি সংকট ◈ নিরপেক্ষতা ও শৃঙ্খলার ভিত্তিতে সেনা পদোন্নতির পরামর্শ প্রধান উপদেষ্টার ◈ শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গম আমদানি চুক্তি ◈ ফোনে জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন সেনাপ্রধান ◈ ‘৪০ বছরের ব্যবসা জীবনে মার্কিন শুল্ক আরোপের এমন সংকট আর আসেনি’

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৫, ০৫:০৬ বিকাল
আপডেট : ২০ জুলাই, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে কৃষকলীগ নেতা গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক মো. আলমগীর মোল্যাকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (২০ জুলাই) দুপুরে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম ওই কৃষকলীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে শনিবার (১৯ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার বেজিডাঙ্গা গ্রামে অবস্থিত সদর ইউনিয়ন কৃষক লীগের দলীয় কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আলমগীর হোসেন ওই এলাকার মৃত ইমাম মোল্যার ছেলে।

আলফাডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন সদর ইউনিয়নের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে লাভলু সর্দার। এ ছাড়া মামলায় আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এই মামলার অজ্ঞাত আসামি হিসেবে আলমগীর মোল্যাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে আলমগীর মোল্যা দলীয় পদ-পদবি ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তার করছিলেন। ৫ আগস্টের পরেও এলাকায় বীরদর্পে চলাফেরা করতেন তিনি। নিয়মিত বসতেন দলীয় কার্যালয়ে। তবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে ওই কার্যালয় থেকে সাইনবোর্ড, দলীয় প্রধানদের ছবি সরিয়ে ফেলেন তিনি।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়