এস.এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাত বিশ্ব ঐতিহ্যসুন্দরবনের দুবলা এলাকার মাঝের চর থেকে অসুস্থ অবস্থায় একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। বর্তমানে হরিণটিকে দুবলা জেলে পল্লীর স্টেশন অফিসে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা ও সেবাদান করা হচ্ছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন দুবলা স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
তিনি জানান, দুপুরের দিকে মাঝের চর এলাকায় একটি চিত্রা হরিণ অসুস্থ ও নিস্তেজ অবস্থায় পড়ে থাকার খবর পায় বন বিভাগ। সংবাদ পেয়েই বন বিভাগের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
হরিণটিকে শারীরিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে কোনো বাহ্যিক আঘাত বা ইনজুরির চিহ্ন মেলেনি। বন কর্মকর্তাদের ধারণা, দীর্ঘক্ষণ না খাওয়া এবং অতিরিক্ত লবণাক্ত পানি পান করার কারণে হরিণটি দুর্বল হয়ে পড়েছিল।
তাৎক্ষণিকভাবে বনরক্ষীরা হরিণটিকে মিষ্টি পানি পান করান এবং পর্যায়ক্রমে কিছু প্রাকৃতিক খাবার সরবরাহ করেন। কিছুক্ষণ পর হরিণটি সাড়া দিতে শুরু করে এবং ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হয়। তবে এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি এবং স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছে না।
এই পরিস্থিতিতে হরিণটিকে পুনরায় বনে ছেড়ে দেওয়াকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করে বনরক্ষীরা তাকে উদ্ধার করে স্টেশন অফিসে নিয়ে আসেন। বর্তমানে বিশেষ পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে হরিণটিকে এবং বন বিভাগ জানিয়েছে, পুরোপুরি সুস্থ হয়ে উঠলেই তাকে আবার স্বাভাবিক পরিবেশে অবমুক্ত করা হবে।