শিরোনাম
◈ ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন কী কাজ করবে, কেন কিছু দলের আপত্তি? ◈ গডফাদার’ মন্তব্য ঘিরে উত্তেজনা: চকরিয়ায় এনসিপির বিরুদ্ধে বিএনপির তীব্র প্রতিক্রিয়া (ভিডিও) ◈ গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল ◈ চরমপন্থা ও ফ্যাসিবাদ পুনর্বাসনের আশঙ্কা: সবাইকে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের ◈ অনেকেই এখনো ভাঙার কাজে ব্যস্ত, কিন্তু গড়ার কাজে কাউকে পাওয়া যায় না: মাহফুজ আলম ◈ জামায়াত আমির এখন কেমন আছেন? ◈ নতুন অস্ত্র? আকাশ থেকে কয়েক কোটি ভয়ানক মাছি ছাড়বে যুক্তরাষ্ট্র! (ভিডিও) ◈ ঢাকায় এসিসির সভা ভার‌তের স‌ঙ্গে বর্জন কর‌লো শ্রীলঙ্কা, আফগা‌নিস্তান ও ওমান ◈ একটি সুশাসনের রাষ্ট্র কায়েম করতে চাই: পরওয়ার ◈ গ্লোবাল সুপার লি‌গের ফাইনা‌লে গায়ানার কা‌ছে হে‌রে গে‌লো রংপুর রাইডা‌র্স

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৫, ১১:২৫ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাসমাবেশে যোগ দিতে গিয়ে ফরিদপুরে প্রাণ গেল উপজেলা জামায়াত আমিরের

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: জামায়াতে ইসলামীর মহাসমাবেশে যোগ দিতে আসার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মাওলানা আবু সাঈদ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৭ থেকে ৮ জন কর্মী। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (১৯ জুলাই) ভোরে ফরিদপুরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা চৌরাস্তা এলাকায় রয়েল পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মাওলানা আবু সাঈদ খুলনার দাকোপ উপজেলার জামায়াতে ইসলামীর আমির ছিলেন। দলীয়ভাবে নিশ্চিত হওয়া গেছে, তিনি অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে মাইক্রোবাসযোগে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে যোগ দিতে রওনা হয়েছিলেন।


দলীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত গাড়িটিতে খুলনা ও যশোর অঞ্চলের অন্তত ১০ জন নেতাকর্মী ছিলেন। ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়ক স্বাভাবিক হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বাংলানিউজকে বলেন, শনিবার ভোরের দিকে একটি রয়েল পরিবহনের বাস একটি মাইক্রোবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন। এছাড়া ৭ থেকে ৮ জন গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ শনিবার (১৯ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ দুপুর ২টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও রাত থেকেই নেতাকর্মীরা উদ্যানে জড়ো হতে শুরু করেছেন। এরই মধ্যে দেশের নানা প্রান্ত থেকে দলটির নেতাকর্মীরা ঢাকায় পৌঁছাতে শুরু করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়