শিরোনাম
◈ আরেকটি লড়াই হবে ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে: সোহরাওয়ার্দীতে জামায়াত আমিরের ঘোষণা ◈ বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে গেলেন জামায়াত আমির (ভিডিও) ◈ বাংলাদেশে কোনো জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারবে না : আব্দুল্লাহ তাহের ◈ গণতন্ত্রবিরোধীরা আবার জোট পাকাচ্ছে, সতর্ক করলেন মির্জা ফখরুল (ভিডিও) ◈ জামায়াতের ৭ দফা বাস্তবায়নে ‘আরেকটি বিপ্লব’ এর আহ্বান সাদিক কায়েমের ◈ নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না: নাহিদ ইসলাম ◈  বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে অসুস্থ চিত্রা হরিণকে চিকিৎসা দিলেন বনরক্ষীরা ◈ প্রয়োজন হলে কবর থেকে মরদেহ তুলে ময়নাতদন্ত করা হবে: গোপালগঞ্জের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই: প্রেস সচিব ◈ ভালো মানুষ না হলে কখনোই দেশ এবং জাতির উন্নতি সম্ভব না: সেনাপ্রধান (ভিডিও)

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৫, ০৩:০২ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

নির্মাণাধীন ভবনের নয় তলা থেকে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে চট্টগ্রাম  নগরীর কোতয়ালি থানাধীন রঙ্গম কনভেনশন হল এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শ্রমিকরা হলেন নোয়াখালীর চরজব্বার এলাকার মো. হাসান, একই জেলার সুবর্ণচর এলাকার  ফখরুল ইসলাম এবং আবুল কালামের ছেলে রাশেদ।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুর সাড়ে ১২টার পর তিন জনকে হাসপাতালে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাশেদ পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

নিহতদের চমেক হাসপাতালে নিয়ে যান মো. আরিফ নামে আরেক শ্রমিক। তিনি জানান, বহুতল ভবনে কাজ করার সময় তিন জন পড়ে গিয়ে আহত হন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পর দুই জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেকজন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় পড়ে গিয়ে তিন জন মারা গেছেন। লাশ চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়