শিরোনাম
◈ মহাসমাবেশে যোগ দিতে গিয়ে ফরিদপুরে প্রাণ গেল উপজেলা জামায়াত আমিরের ◈ বাংলাদেশ থেকে নৌকা কিনতে চায় আলজেরিয়া, বিনিয়োগেও আগ্রহী ◈ ফোন ট্র্যাকিংসহ যেসব বিষয়ে 'কথা বলা যাচ্ছে না' (ভিডিও) ◈ সোহরাওয়ার্দীতে জামায়াতের ইতিহাসের প্রথম একক সমাবেশ, মানতে হবে যেসব নির্দেশনা ◈ গোপালগঞ্জে কারফিউ শিথিল, সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বাইরে থাকার অনুমতি ◈ সেপ্টেম্বরে নেপা‌লের বিরু‌দ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ, হামজা ও সামিতকে দ‌লে পাওয়ার সম্ভাবনা কম ◈ জুলাই যোদ্ধা নারীরা নতুন যুদ্ধের মুখোমুখি ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৫, ০৩:০২ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

নির্মাণাধীন ভবনের নয় তলা থেকে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে চট্টগ্রাম  নগরীর কোতয়ালি থানাধীন রঙ্গম কনভেনশন হল এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শ্রমিকরা হলেন নোয়াখালীর চরজব্বার এলাকার মো. হাসান, একই জেলার সুবর্ণচর এলাকার  ফখরুল ইসলাম এবং আবুল কালামের ছেলে রাশেদ।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুর সাড়ে ১২টার পর তিন জনকে হাসপাতালে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাশেদ পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

নিহতদের চমেক হাসপাতালে নিয়ে যান মো. আরিফ নামে আরেক শ্রমিক। তিনি জানান, বহুতল ভবনে কাজ করার সময় তিন জন পড়ে গিয়ে আহত হন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পর দুই জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেকজন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় পড়ে গিয়ে তিন জন মারা গেছেন। লাশ চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়