শিরোনাম
◈  বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে অসুস্থ চিত্রা হরিণকে চিকিৎসা দিলেন বনরক্ষীরা ◈ প্রয়োজন হলে কবর থেকে মরদেহ তুলে ময়নাতদন্ত করা হবে: গোপালগঞ্জের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই: প্রেস সচিব ◈ ভালো মানুষ না হলে কখনোই দেশ এবং জাতির উন্নতি সম্ভব না: সেনাপ্রধান (ভিডিও) ◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে ২২ ম‌্যা‌চের তিন‌টি জি‌তে‌ছে বাংলা‌দেশ ◈ উটের চোখের পানিতে যেভাবে নিষ্ক্রিয় ২৬টি সাপের বিষ! (ভিডিও) ◈ চিকিৎসার অভাবে মারা গেলেন তেলেগু অভিনেতা ফিশ ভেঙ্কট, খরচ তুলতে গিয়ে পরিবার পড়েছিল প্রতারণার ফাঁদে! ◈ বাংলাদেশে আটক ৩৪ জেলের মুক্তির অনুরোধ ভারতের ◈ কনসার্টে পরকীয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর সেই মার্কিন সিইও বরখাস্ত ◈ সমাবেশ মঞ্চে আসছেন জামায়াত নেতারা, চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৫, ০১:০৫ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাপাসিয়ায় বড় ভাইয়ের পিটুনিতে নিহত মাদকাসক্ত ছোট ভাই 

এ এইচ সবুজ, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় সহোদর ছোট ভাই মাদকাসক্ত যুবক মোঃ নুরুল আমিন (১৯) কে বেধড়ক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই বনি আমিনের বিরুদ্ধে।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মাদকাসক্ত নুরুল আমিনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে বেধড়ক পিটুনি দেয় বড় ভাই। তারা দু'জনই ঐ গ্রামের মোঃ শাহজাহানের ছেলে।

এ বিষয়ে বারিষাব ইউপির ৯ নং ওয়ার্ড সদস্য মো: বাবুল হোসেন জানান, সেলদিয়া গ্রামের হতদরিদ্র শাহজাহানের (৬০) ভিটা-মাটি ছাড়া আর তেমন কোনো জায়গা-জমি নেই। তিনি ও তার স্ত্রী আশপাশের কয়েক গ্রামের লোকজনের সাথে মাটি কেটে জীবিকা নির্বাহ করেন। অনেক কষ্টে টাকা জোগাড় করে কয়েক বছর আগে বড় ছেলে বনি আমীনকে সৌদি আরবে শ্রমিক ভিসায় পাঠিয়েছিলন। গত দুই মাস আগে তিনি ছুটিতে দেশে আসেন।

অন্যদিকে ছোট ছেলে নুরুল আমিন গত কয়েক বছর ধরে মাদকাসক্ত হয়ে নিজ বাড়িতে থাকা সব জিনিসপত্র ও কাপড়-চোপড়ও বিক্রি করে দিত এবং লোকজনের সাথে দুর্ব্যবহার করতো। বিশেষ করে তার নেশায় ধরলে পিতার কাছে টাকা চেয়ে না পেলে সবকিছু ভাঙচুর করতো এবং তার পিতা মাতাকেও মারধর করতো।

নিহতের পিতা মো: শাহজাহান জানান, তার মাদকাসক্ত ছেলে নুরুল আমিনকে মাদকের নেশা থেকে মুক্ত করতে দুই দফায় প্রায় তিনমাস মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে রেখে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা খরচ করেছেন। সব খরচই তার প্রবাসী বড় ছেলের পাঠানো টাকা থেকে হয়েছে। নিরাময় কেন্দ্র থেকে বাড়ি ফিরেই আবার মাদক সেবন শুরু করে। 

তিনি আরো জানান, শুক্রবার সকালেও নুরুল আমিন তার কাছে মাদক কিনতে দুই হাজার টাকা দাবি করলে তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন। এ সময় সে বাড়িতে ভাংচুর শুরু করলে তিনি ভয়ে বাড়ি থেকে চলে যান। পরে সে তার মায়ের কাছে টাকা দাবি করে গালিগালাজ করতে থাকলে বড় ভাই এসে তাকে বেধরক পিটুনি দিয়ে ঘরে আটকে রাখে। পরে দুপুরের দিকে ঘরে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়